রাজ্যে মাত্রা ছাড়াচ্ছে করোনা সংক্রমণ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ষোলো হাজার। অনেকেই এই অতিমারী সংকটে ওষুধপাতি, খাবার, অত্যাবশকীয় সামগ্রী কিনতে যেতে পারছেন না। অতঃপর বেজায় সমস্যার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে তাঁদের। ঠিক এই সংকটজনক পরিস্থিতিতেই সাহায্যের হাত বাড়িয়ে দিলো বাংলা ব্যান্ড ফসিলস। ফেসবুকে পোস্ট দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রূপম ইসলাম। তাঁর বার্তা, ‘আপনাদের কী প্রয়োজন, জানান আমাদের, আমাদের প্রতিনিধিরা যথাসাধ্য চেষ্টা করবে আপনাকে সাহায্য করার’।

মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রূপম। সেখানে লেখা আছে, ‘কোভিড আক্রান্ত বা বাড়ির অন্যান্য সমস্যার কারণে যাঁরা ওষুধপত্র, বাজার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন না, কমেন্ট বক্সে আমাদের জানান। আপনার এলাকায় আমাদের প্রতিনিধি থাকলে তাঁদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব আমরা। তাঁরা আপনার জন্য জিনিস কিনে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে।’ কেবল কলকাতা নয়, কলকাতার বাইরেও খাবার ও ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে টিম রূপম ইসলাম।

‘ফসিলস’-এর এমন অভিনব উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। আপতকালীন পরিস্থিতিতে এই উদ্যোগে সাড়া পড়েছে যথেষ্টই। পোস্টের নিচে কমেন্ট করে অনেকে স্বেচ্ছাসেবক হয়ে বাড়ি বাড়িতে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছতে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।

আরও পড়ুন- করোনা রোগীদের কথা মাথায় রেখে আবারও রেলের কামরাতে কোভিড বেড

View this post on Instagram