এক মাসে ফের দ্বিতীয়বার ভূমিকম্পে কাঁপল শিলিগুড়ি। বুধবার সকাল পৌনে আটটা নাগাদ কেঁপে ওঠে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কেন্দ্রীয় আবহাওয়া মন্ত্রকের সিকিম শাখা সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল অসমে। গুয়াহাটি থেকে প্রায় ৯১ কিলোমিটার দূরে শোনিতপুর এলাকায়। ওই এলাকায় ক্ষতি হয়ে থাকতে পারে। তা নিয়ে খোঁজ চালাচ্ছে প্রশাসন।

চলতি মাসের গোড়ায় এক সন্ধ্যায় শিলিগুড়িতে হালকা ভূমিকম্প হয়। তার উৎস ছিল সিকিম।


এদিন সকালে ভূমিকম্পের তীব্রতা রিখটার মাপে ছিল ৬.২। সূত্র অনুযায়ী, অসমের উদালগুড়ি, শোণিতপুর এলাকায় বেশ কিছু বাড়ির ক্ষতি হয়েছে। উত্তরবঙ্গে অবশ্য বেলা সাড়ে আটটা অবধি ক্ষতির খবর মেলেনি।

তবে ভূমিকম্পের কারণে কিছুক্ষণের জন্য শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারে আতঙ্ক ছড়ায়। অনেকেই রাস্তায় বেরিয়ে পড়েন।

