কেন সব ভারতীয় বিনামূল্যে ভ্যাকসিন পাবে না?

এই প্রশ্ন আমার মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয়া অর্থমন্ত্রীর কাছে। এই প্রশ্ন শুধু আমার নয়। আমার ধারণা অনেক ভারতীয় নাগরিকের। অনেকে সরকারের বিভিন্ন প্রকল্প আপাতত স্থগিত রেখে দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার কথা বলছেন। আমি বলছি, তারও প্রয়োজন নেই। আসুন একটু হিসাব করে দেখি।

বর্তমানে ভারতের মোট জনসংখ্যা প্রায় ১৩৮ কোটি।
এর মধ্যে প্রায় ৩৯% এর বয়স ১৮ বছরের নীচে। তাঁদের আপাতত ভ্যাকসিন দেওয়া হচ্ছে না।

বাকি ৬১% জনগণকে ধরলে প্রায় ৮৪ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে হবে।

১৫০ টাকা হিসাবে ৮৪ কোটি মানুষের ভ্যাকসিন দিতে খরচ হবে = প্রায় ১২,৬০০ কোটি টাকা। দুবার টীকা দিতে = প্রায় ২৫,২০০ কোটি টাকা।

এবার প্রশ্ন আসতে পারে এতো টাকা কোথা থেকে আসবে?

২০২১ সালের কেন্দ্রীয় বাজেটের হেলথ বাজেটটা একটু খেয়াল করুন।

২০২১-২২ সালের জন্য স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ = ২,২৩,৮৪৬ কোটি টাকা । যার মধ্যে ৩৫,০০০ কোটি কোভিড ভ্যাক্সিনেশনের জন্য বরাদ্দ।

মোদ্দা কথা হল, ১৮ বছরের উপরের সমস্ত ভারতবাসীকে টীকা দেওয়ার টাকা বাজেটেই বরাদ্দ আছে। সবাইকে টীকা দিলে প্রায় ৯,৮০০ কোটি টাকা বেঁচেও যাবে।

সব ভারতীয়র টীকা পাওয়া অত্যন্ত জরুরী।

সংগৃহীত

Advt

Previous articleহৃদরোগ ঠেকাতে ওমেগা-৩ এর জুড়ি মেলা ভার
Next articleসাতসকালে প্রবল ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ, উৎস অসমে