করোনা অতিমারি (covid pandemic) সংকটের ভয়াবহ চিত্র লুকোতে প্রশাসনিক স্তরে সবরকম চেষ্টা চালাচ্ছে গুজরাটের (gujrat) বিজেপি (bjp) সরকার। এবার সৎকার হওয়া করোনা মৃতের সংখ্যা নিয়েই বড়সড় কারচুপির অভিযোগ উঠল।

আরও পড়ুন-মোদির “আত্মনির্ভর ভারত”: মেলেনি শববাহী গাড়ি, বাইকেই মায়ের মৃতদেহ নিয়ে শ্মশানের পথে ছেলে

গুজরাটের সন্দেশ সংবাদপত্রের খবরে প্রকাশ, রাজ্যের ভারুচ শহরে কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট সৎকারস্থলে (cremation ground) সোমবার মোট ৪৮ জন করোনা আক্রান্তের দেহ সৎকার করা হয়। ভারুচ শহরে করোনা আক্রান্ত হয়ে মৃতদের সৎকারের জন্যই শুধুমাত্র জায়গাটি সংরক্ষিত। সৎকারস্থলের ইনচার্জ ধর্মেশ সোলাঙ্কি নিজেই জানিয়েছেন, একদিনে শহরের ৪৮ টি করোনার মৃতদেহ ওখানে দাহ করা হয়। অথচ গুজরাট সরকারের তথ্য বলছে, ভারুচ শহরে গত তিনদিনে মাত্র ৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে! বাস্তব ও তথ্যের এই আকাশপাতাল গরমিল নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তুমুল সমালোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলি বলছে, মোদি-শাহর নিজেদের রাজ্য গুজরাটে করোনা সংকটে বিজেপি নেতাদের ভাবমূর্তি রক্ষা করতেই এই নির্লজ্জ তথ্য গোপন।
