Sunday, November 16, 2025

স্বাস্থ্য দফতরের নয়া নির্দেশিকা, করোনার উপসর্গ থাকলেই ভর্তি হওয়া যাবে হাসপাতালে

Date:

Share post:

কোভিড (Covid) পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হচ্ছে। এদিকে রোগীর শরীরে স্পষ্ট হচ্ছে উপসর্গ। কিন্তু রিপোর্ট (Result) না পাওয়ায় চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে রোগী ও তাঁর পরিবারকে- এই চিত্র রাজ্যের সর্বত্র। একের পর এক হাসপাতাল (Hospital) ঘুরেও মেলেনি পরিষেবা। এই হয়রানি ঠেকাতে এগিয়ে এসেছে রাজ্য স্বাস্থ্য দফতর। নির্দেশিকা জারি করে জানিয়েছে, সামান্যতম কোভিডের উপসর্গ থাকলেও রোগীকে ভর্তি নিতে হবে হাসপাতালকে। রেফার করা যাবে না। পরিস্থিতি আশঙ্কাজনক বলে তো কোন অবস্থাতেই রেফার করা যাবে না।

এ রাজ্যে করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দৈনিক টেস্ট। তবে তা নিয়েও দেখা দিয়েছে সমস্যা। টেস্টের (Test) রিপোর্ট পেতে ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লেগে যাচ্ছে। অনেকক্ষেত্রেই টেস্ট করার পরে স্বাভাবিক জীবন-যাপন করছেন রোগী। পরে রিপোর্ট পজেটিভ (Positive) হলে দেখা যাচ্ছে অনেকের সংস্পর্শেই গিয়েছিলেন তিনি। ওই রোগীর থেকে অনেকে আক্রান্ত হচ্ছেন। কখনও আবার রিপোর্ট আসার আগেই রোগী অসুস্থ হয়ে পড়ছেন, অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে। কিন্তু রিপোর্ট না থাকায় হাসপাতালে চিকিৎসা পেতে চরম সমস্যায় পড়তে হচ্ছিল রোগীকে। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা নজরে আসে স্বাস্থ্য দফতরের। এরপরেই নির্দেশিকা জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্দেশ অনুযায়ী, কোনও রোগী করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে এলে দ্রুত তাঁকে হাসপাতালের সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস বা সারি ওয়ার্ডে ভর্তি নিতে হবে। র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে দ্রুত চিকিৎসা শুরুর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। নয়া নির্দেশ অনুযায়ী, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়েই, দ্রুত চিকিৎসা শুরু করতে হবে।র‍্যাপিড অ্যান্টিজেনের রিপোর্ট নেগেটিভ আসার পরেও যদি চিকিৎসকের কোনও সন্দেহ থাকে তবে আরটি-পিসিআর পরীক্ষা করা যেতে পারে বলে নির্দেশে জানানো হয়েছে।

 

Advt

spot_img

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...