Sunday, November 16, 2025

স্বাস্থ্য দফতরের নয়া নির্দেশিকা, করোনার উপসর্গ থাকলেই ভর্তি হওয়া যাবে হাসপাতালে

Date:

Share post:

কোভিড (Covid) পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হচ্ছে। এদিকে রোগীর শরীরে স্পষ্ট হচ্ছে উপসর্গ। কিন্তু রিপোর্ট (Result) না পাওয়ায় চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে রোগী ও তাঁর পরিবারকে- এই চিত্র রাজ্যের সর্বত্র। একের পর এক হাসপাতাল (Hospital) ঘুরেও মেলেনি পরিষেবা। এই হয়রানি ঠেকাতে এগিয়ে এসেছে রাজ্য স্বাস্থ্য দফতর। নির্দেশিকা জারি করে জানিয়েছে, সামান্যতম কোভিডের উপসর্গ থাকলেও রোগীকে ভর্তি নিতে হবে হাসপাতালকে। রেফার করা যাবে না। পরিস্থিতি আশঙ্কাজনক বলে তো কোন অবস্থাতেই রেফার করা যাবে না।

এ রাজ্যে করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দৈনিক টেস্ট। তবে তা নিয়েও দেখা দিয়েছে সমস্যা। টেস্টের (Test) রিপোর্ট পেতে ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লেগে যাচ্ছে। অনেকক্ষেত্রেই টেস্ট করার পরে স্বাভাবিক জীবন-যাপন করছেন রোগী। পরে রিপোর্ট পজেটিভ (Positive) হলে দেখা যাচ্ছে অনেকের সংস্পর্শেই গিয়েছিলেন তিনি। ওই রোগীর থেকে অনেকে আক্রান্ত হচ্ছেন। কখনও আবার রিপোর্ট আসার আগেই রোগী অসুস্থ হয়ে পড়ছেন, অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে। কিন্তু রিপোর্ট না থাকায় হাসপাতালে চিকিৎসা পেতে চরম সমস্যায় পড়তে হচ্ছিল রোগীকে। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা নজরে আসে স্বাস্থ্য দফতরের। এরপরেই নির্দেশিকা জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্দেশ অনুযায়ী, কোনও রোগী করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে এলে দ্রুত তাঁকে হাসপাতালের সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস বা সারি ওয়ার্ডে ভর্তি নিতে হবে। র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে দ্রুত চিকিৎসা শুরুর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। নয়া নির্দেশ অনুযায়ী, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়েই, দ্রুত চিকিৎসা শুরু করতে হবে।র‍্যাপিড অ্যান্টিজেনের রিপোর্ট নেগেটিভ আসার পরেও যদি চিকিৎসকের কোনও সন্দেহ থাকে তবে আরটি-পিসিআর পরীক্ষা করা যেতে পারে বলে নির্দেশে জানানো হয়েছে।

 

Advt

spot_img

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...