ডাবল ইঞ্জিন” যোগী রাজ্যে এবার গঙ্গাপাড়ে পোঁতা সারি সারি করোনার মৃতদেহ উদ্ধার!

বিজেপি (BJP) পরিচালিত “ডাবল ইঞ্জিন” সরকার যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্যের আরও এক মর্মান্তিক চিত্র প্রকাশ্যে এল। জানলে রীতিমতো আঁতকে উঠতে হয়। গঙ্গা-যমুনা (Ganga-Yomuna) দিয়ে করোনা রোগীদের মৃতদেহ (Corona Dead Body) ভেসে যাওয়ার চিত্রের পর এবার উন্নাও জেলায় গঙ্গার তীরে পুঁতে দেওয়া করোনা আক্রান্তদের মৃতদেহের চিত্র। রাজধানী লখনউ থেকে ৪০ কিলোমিটার দূরে যমুনা নদীর পাড়ে মিলেছে এমন প্রচুর দেহ।

এই ছবি থেকেই বোঝা যাচ্ছে যে, গঙ্গার তীরের বালিতেও বেশ কিছু করোনা আক্রান্তের দেহ পুঁতে দেওয়া হচ্ছে এই জেলায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সদস্যরা বালিতে পোঁতা অবস্থায় বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করেছে। আরও মৃতদেহ পোঁতা রয়েছে কিনা, তার খোঁজ চলছে। খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

যোগী প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, হাসপাতালগুলি করোনায় মৃত্যু লুকোতে গণকবরের রাস্তা বেছেছে। মৃতদের পরিবার, পরিজনকে না জানিয়েই দেহ এভাবে লোপাট করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। যা নিয়ে তোলপাড় গোটা উত্তরপ্রদেশ।

উন্নাওয়ের জেলাশাসক রবীন্দ্র কুমার জানিয়েছেন, “অনেকে মৃতদেহ দাহ করেন না। তাঁরা নদীর ধারে দেহ সমাধিস্থ করে চলে যান। এটা সেরকমই কোনও ঘটনা কিনা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। খবর পাওয়া মাত্র আধিকারিকদের ঘটনাস্থলে পাঠিয়েছি। তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে আসল সত্য উদঘাটনের চেষ্টা করছেন।”