Friday, November 7, 2025

‘হাত’ ছাড়া ! তৃণমূল অনাস্থার কথা বলতেই মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির ইস্তফা

Date:

Share post:

নিজের গড়ে এবারের নির্বাচনে খাতাই খুলতে পারেননি প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরি (Adhir Choudhury)৷ হাতে ছিলো মুর্শিদাবাদ জেলা পরিষদ৷ এবার তাও হাতছাড়া হলো৷

জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন মোশারফ হোসেন। আগামী ২৪ মে তাঁর বিরুদ্ধে অনাস্থা ( No Confidence) আনার কথা ঘোষণা করেছিলেন মুর্শিদাবাদ (Murshidabad) জেলা তৃণমূল (TMC) সভাপতি তথা সাংসদ আবু তাহের খান। বুধবারই সে কথা বলেছিলেন তিনি। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই, বৃহস্পতিবার জেলা পরিষদের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন মোশারফ হোসেন।

একুশের ভোটের মুখে জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন কংগ্রেসে যোগ দিয়েছিলেন। জেলা পরিষদের ৩ জনের সদস্য পদের বৈধতা নিয়ে মামলা চলছে। সব মিলিয়ে জেলা পরিষদে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। এর পরই জেলা তৃণমূল সভাপতি আবু তাহের জানান, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। আগামী ২৪ মে অনাস্থা ভোটে তাঁকে জেলা পরিষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি যে কর্মাধ্যক্ষেরা দলে থেকেও এতদিন দলবিরোধী কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি জটিলতর হচ্ছে বুঝতে পেরেই জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন মোশারফ হোসেন।

প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলার মোট ২২ বিধানসভা আসনের মধ্যে ভোট হয়েছিল ২০টিতে। বাকি দু’টিতে ভোট হয়নি প্রার্থীদের অকাল প্রয়াণের কারনে৷ এই ২০টির মধ্যে ১৮টি আসনে জিতেছে তৃণমূল। বিধানসভা নির্বাচনে এই জয়ের পরই জেলা পরিষদ ফিরিয়ে আনতে তৃণমূল সক্রিয় হয়৷ বিধানসভা ভোটের আগে কংগ্রেসে যোগ দেওয়া সভাধিপতি ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা ঘোষণা করে তৃণমূল। হার নিশ্চিত বুঝে অনাস্থার আগেই ইস্তফা দিলেন জেলা পরিষদের কংগ্রেসি সভাধিপতি৷

Advt

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...