Friday, August 29, 2025

‘হাত’ ছাড়া ! তৃণমূল অনাস্থার কথা বলতেই মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির ইস্তফা

Date:

Share post:

নিজের গড়ে এবারের নির্বাচনে খাতাই খুলতে পারেননি প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরি (Adhir Choudhury)৷ হাতে ছিলো মুর্শিদাবাদ জেলা পরিষদ৷ এবার তাও হাতছাড়া হলো৷

জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন মোশারফ হোসেন। আগামী ২৪ মে তাঁর বিরুদ্ধে অনাস্থা ( No Confidence) আনার কথা ঘোষণা করেছিলেন মুর্শিদাবাদ (Murshidabad) জেলা তৃণমূল (TMC) সভাপতি তথা সাংসদ আবু তাহের খান। বুধবারই সে কথা বলেছিলেন তিনি। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই, বৃহস্পতিবার জেলা পরিষদের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন মোশারফ হোসেন।

একুশের ভোটের মুখে জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন কংগ্রেসে যোগ দিয়েছিলেন। জেলা পরিষদের ৩ জনের সদস্য পদের বৈধতা নিয়ে মামলা চলছে। সব মিলিয়ে জেলা পরিষদে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। এর পরই জেলা তৃণমূল সভাপতি আবু তাহের জানান, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। আগামী ২৪ মে অনাস্থা ভোটে তাঁকে জেলা পরিষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি যে কর্মাধ্যক্ষেরা দলে থেকেও এতদিন দলবিরোধী কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি জটিলতর হচ্ছে বুঝতে পেরেই জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন মোশারফ হোসেন।

প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলার মোট ২২ বিধানসভা আসনের মধ্যে ভোট হয়েছিল ২০টিতে। বাকি দু’টিতে ভোট হয়নি প্রার্থীদের অকাল প্রয়াণের কারনে৷ এই ২০টির মধ্যে ১৮টি আসনে জিতেছে তৃণমূল। বিধানসভা নির্বাচনে এই জয়ের পরই জেলা পরিষদ ফিরিয়ে আনতে তৃণমূল সক্রিয় হয়৷ বিধানসভা ভোটের আগে কংগ্রেসে যোগ দেওয়া সভাধিপতি ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা ঘোষণা করে তৃণমূল। হার নিশ্চিত বুঝে অনাস্থার আগেই ইস্তফা দিলেন জেলা পরিষদের কংগ্রেসি সভাধিপতি৷

Advt

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...