Thursday, December 4, 2025

অবিলম্বে জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকুন, নির্মলাকে চিঠি অমিত মিত্রের

Date:

Share post:

গত বছর ৫ অক্টোবরের পর আর জিএসটি কাউন্সিলের(GST council) বৈঠক করেনি কেন্দ্র(Central)। সে কথা স্মরণ করিয়ে দিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে(Nirmala sitharaman) চিঠি লিখে বৈঠক ডাকার আবেদন জানালেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র(Amit Mitra)। কেন্দ্রের তরফ এইভাবে জিএসটি কাউন্সিলের বৈঠক এড়িয়ে যাওয়াকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে চিঠিতে লিখেছেন, ‘পরপর দুটি ত্রৈমাসিকে বৈঠক ডাকা হয়নি। এই ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রীয় কাঠামো পরিপন্থী।’

বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে লেখা চিঠিতে অমিত মিত্র লেখেন, “প্রতি ত্রৈমাসিকে জিএসটি কাউন্সিলের বৈঠক হওয়ার কথা। অথচ পর পর দুটি ত্রৈমাসিকে বৈঠক না ডেকে রীতি ভঙ্গ করা হয়েছে। এমনকি ভার্চুয়ালিও বৈঠক ডাকা হয়নি। জিএসটি কাউন্সিলে রাজনীতি, অঞ্চল, জনসংখ্যা ইত্যাদি ব্যতিরেকে প্রতিটি রাজ্য প্রতিনিধিত্ব করে। এহেন ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে খাটো করা হচ্ছে। নিয়মিত বৈঠক না হলে পারস্পরিক ভরসায় ঘাটতি দেখা যেতে পারে।” পাশাপাশি অর্থমন্ত্রী আরো লেখেন, “দেশের সংবিধানের ২৮৯ এ অনুচ্ছেদ মেনে তৈরি হয়েছে এই জিএসটি কাউন্সিল। ‘প্রসিডিওর অ্যান্ড কনডাক্ট অব রেগুলেশন অব দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কাউন্সিল’-র ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, প্রতি ত্রৈমাসিকে অন্তত একবার বসা উচিত। আপনিও সহমত হবেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে জিএসটি কাউন্সিলে আলোচনা না হলে তা হবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মৌলিক নীতির পরিপন্থী।”

আরও পড়ুন:“মানুষ বেঁচে থাকতে কিছু করুন, মৃত্যুর পর কাঁদবেন না”, মোদিকে খোঁচা মীরের

শুধু তাই নয় সম্প্রতি পরিস্থিতিতে কোন কোন বিষয়ের উপর এই বৈঠকে আলোচনা হওয়া উচিত তাও উল্লেখ করে তিনি লেখেন, “করোনার দ্বিতীয় ঢেউকে মাথায় না রেখে ২০২১-২২ অর্থবর্ষে ১ লক্ষ ৫৬ হাজার ১৬৪ কোটি টাকার আর্থিক ঘাটতির আশঙ্কা করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু দ্বিতীয় ঢেউ ও তার জেরে লকডাউনে ঘাটতির পরিমাণ আরও বাড়বে। এটা নিশ্চিতভাবে উদ্বেগজনক। তাই আপনাকে অনুরোধ করছি, শীঘ্রই জিএসটি-র ভার্চুয়ার বৈঠক ডাকুন। আলোচনায় সমাধান বেরোতে পারে। আশা করি ভবিষ্যতে ভার্চুয়ালি হলেও প্রতি ত্রৈমাসিকে জিএসটি কাউন্সিলের বৈঠক হবে।”

Advt

spot_img

Related articles

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...