Friday, November 7, 2025

মুখ্যমন্ত্রীর জামিন খারিজের আর্জি জানিয়ে দেশদ্রোহিতার অভিযোগ গ্রেফতার অন্ধ্রের সাংসদ

Date:

Share post:

হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির(Jagan Mohan Reddy) জামিন বাতিলের আবেদন জানিয়েছিলেন তারই দলের এক সাংসদ। এরপরই দেশদ্রোহীতার অভিযোগে অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) সিআইডি(CID) শুক্রবার গ্রেফতার করল নরসপুরমের সাংসদ কানুমুরি রঘুরামা কৃষ্ণাম রাজুকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় অন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি সম্প্রতি জামিন পেয়েছেন আদালতে। এরপর সিবিআইয়ের বিশেষ আদালতে এই জামিন খারিজের আবেদন জানান ওই সাংসদ। দলের সাংসদদের এহেন কর্মকান্ডের পর রাজ্য সরকারের সম্মানহানিকর মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে হায়দরাবাদের বাড়ি থেকেই গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪এ(দেশদ্রোহীতা), ১৫৩এ ও ৫০৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন:ধনকড়কে বেনজির তোপ দীনেশ বাজাজের, রাজনৈতিক মহলে তুমুল জল্পনা

এই গ্রেফতারের ঘটনার পর পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘শ্রী রাজুর বিরুদ্ধে নির্দিষ্ট কয়েকটি গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণামূলক মন্তব্য ছড়ানো এবং সরকারের বিরুদ্ধে ঘৃণার প্রচারের অভিযোগ রয়েছে। দেখা গিয়েছে যে তিনি নিয়মিত নিজের ভাষণের মাধ্যমে পরিকল্পিতভাবে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালিয়েছেন। সরকারকে এমনভাবে নানা ক্ষেত্রে আক্রমণ করেছেন, যাতে সাধারণ মানুষের আস্থা চলে যায়, সেই চেষ্টাও করেছেন।’ উল্লেখ্য, ২০১২ সালে ওয়াইএসআর কংগ্রেস নেতা জগনমোহন রেড্ডি নামে হিসাব বহির্ভূত সম্পত্তির একটি মামলা দায়ের হয়। এর প্রেক্ষিতে গত ২৭ এপ্রিল সিবিআইয়ের বিশেষ আদালতে জামিন খারিজের আবেদন জানায় ওই সাংসদ।

Advt

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...