Wednesday, May 7, 2025

কোলাঘাটের ‘কোভিড কিচেন’, অসহায় রোগীদের দুবেলা খাবার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা

Date:

Share post:

ভয়াবহ করোনা পরিস্থিতিতে(covid situation) ঘুম ছুটেছে দেশবাসীর। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কঠিন এই সময়ে মানবিকতাকে আপন করে অসহায় মানুষগুলির পাশে দাঁড়াচ্ছে কিছু মানুষ। সম্প্রতি তারই এক নজির দেখা গেল কোলাঘাটে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে কোলাঘাটের(kolaghat) ছটি গ্রামের প্রায় ৪৫ জন করোনা আক্রান্তের(covid infected) বাড়িতে বিনামূল্যে দুবেলা পৌঁছে দেওয়া হচ্ছে খাবার‌। গত ৭ মে থেকে চালু হয়েছে এই ‘কোভিড কিচেন’।

জানা গিয়েছে, মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সারা দেশের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের অবস্থাও আশঙ্কাজনক। প্রতিটি গ্রামের প্রায় সব পাড়াতেই আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ১৭ জনের। আক্রান্তদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি অনেকে আবার বাড়িতেই রয়েছেন আইসোলেশনে। বেশ কয়েকটি বাড়িতে পরিবারের সকলে করোনা আক্রান্ত। এই অবস্থায় বাজারে যাওয়া বা বাড়িতে রান্নাবান্না করার মতো পরিস্থিতি নেই। তাদেরই সাহায্যার্থে এগিয়ে এলো ‘কোভিড কিচেন’। নিয়ম করে প্রতিদিন দুইবেলা সেই সমস্ত বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার। খাবারের মেন্যুতে রয়েছে ডাল-ভাত-সব্জি-ডিমের ঝোল, রাতে রুটি সব্জি ইত‍্যাদি।

ওই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ডাঃ শ‍্যামল আদক জানান, “এলাকার যত রোগীর যতদিন পর্যন্ত এই পরিষেবা দরকার হবে, আমরা যথাসাধ্য চেষ্টা করব তা চালু রাখতে। কেবল এই উদ‍্যোগই নয়, আমরা গত ১৪ মাস ধরে বহুমুখী কর্মসূচির মাধ‍্যমে মহামারি কবলিত মানুষের পাশেই আছি ও থাকব।” ওই স্বেচ্ছাসেবী সংস্থার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমলহান্ডা, আশুরালী, বাড়বড়িশা গ্রামের সাধারণ মানুষ। এই সমস্ত এলাকার করোনা আক্রান্তরা একবাক্যে জানিয়েছেন, পাড়ার অনেকে যখন ভয়ে কাছে ভীড়ছে না তখন এই পরিষেবায় তাদের কেবল পেট ভরছে তা নয়, মনেও সাহস সঞ্চার করছে।

Advt

spot_img

Related articles

পহেলগামে সিঁদুর মোছার বদলা ‘অপারেশন সিন্দুর’! কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ সদ্য স্বামীহারা হিমাংশীর

পহেলগামে নৃশংস জঙ্গি হামলায় সদ্য বিবাহিত স্বামী লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে হারিয়েছেন হিমাংশী। 'অপারেশন সিন্দুর'কে (Operation Sindur) তাই পহেলগাম...

ধরমশালা থেকে সরতে পারে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ

ভারত – পাকিস্তান(INDvPAK) অশান্তির জেরে এবার বদল হতে পারে আইপিএলের(IPL) ভেন্যুও। আগামী ১১ মে পঞ্জাব কিংস বনাম মুম্বই...

রাষ্ট্রসঙ্ঘের দফতরের বাইরে পাক মিসাইল! প্রত্যাঘাতে ১১ ভারতীয় হত্য়া

অপারেশন সিন্দুর সফল করার পরই পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কায় একাধিক বৈঠক চলছে ভারতে। অন্যদিকে পাকিস্তানও সীমান্তে আঘাতের পরিমাণ বাড়িয়ে...

২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের, প্রস্তুতি হবে কলকাতায়

ভারতীয় দলে(Indian Football Team) এবার মোহনবাগানের(MBSG) আরও এক ফুটবলর। এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cuo) যোগ্যতা অর্জন পর্বের জন্য...