Monday, August 25, 2025

করোনা আবহে হবু মায়েদের পাশে দাঁড়াতে চান অনুষ্কা শর্মা

Date:

Share post:

সদ্য মা হয়েছেন নিজে। এই লকডাউনেও স্বামী বিরাট কোহলি (Virat Kohli)এবং কন্যা ভামিকাকে (bhamika Kohli)নিয়ে দিব্যি সুখে সংসার করছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma )। তিনি নিজেও করোনা আবহেই (corona pandemic )মা হয়েছেন। তাই হবু মায়েদের প্রতি মুহূর্তে যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় তা তিনি নিজে ভাল করেই জানেন। বিশেষত সেই মা যদি নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়েন বা তার পরিবারের কেউ করোনা আক্রান্ত হন পরিস্থিতি আরো জটিল হতে বাধ্য। ঠিক এই সময়ে হবু মায়েদের পাশে দাঁড়াতে চান অনুষ্কা শর্মা(a project to support the would be mothers)। করোনা আর সাইক্লোনের দাপটে বিপর্যস্ত মুম্বইয়ের হবু মায়েদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অনুষ্কা। কীভাবে? অনুষ্কা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ফোন নম্বর শেয়ার করেছেন। সঙ্গে হ্যাশট্যাগে লিখেছেন ‘হ্যাপি টু হেল্প’। যাঁরা মা হতে চলেছেন তাঁদের ২৪ ঘণ্টা সাহায্যের জন্য তৈরি রয়েছে তাঁর টিম। অনুষ্কা জানিয়েছেন, যিনি মা হতে চলেছেন, তাঁর যে কোনও মুহূর্তে মেডিক্যাল এমার্জেন্সি তৈরি হতে পারে। সন্তানসম্ভবা কোনও মহিলার কোনও সাহায্যের প্রয়োজন হলে তিনি যে কোনও সময় ওই নির্দিষ্ট নম্বরে ফোন করতে পারেন।

এর আগে করোনা মোকাবিলায় সাত দিনের একটি তহবিল গড়ার আসরে নেমেছিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। প্রথমে সাত কোটি টাকা তোলার লক্ষ্য ছিল। সময়সীমার মধ্যেই তহবিলে সেই টাকা ওঠার পর, প্রথম লক্ষ্য বাড়িয়ে বিরুষ্কা সেটি করেন ১১ কোটি। ২ কোটি অনুদান দিয়ে গত ৭মে সেই তহবিল শুরু করেন বিরুষ্কা। শেষ পর্যন্ত ওই তহবিলে ত্রাণ হিসেব জমা হয়েছে মোট ১১ কোটি ৩৯ লক্ষ ১১ হাজার ৮২০ টাকা।

spot_img

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...