বুধবার ভোর বেলায় ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল নেপাল (Nepal)। নেপালের ভূ তাত্ত্বিক গবেষণা কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভোর ৫.২৮ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। ভূমিকম্পের উৎসস্থল কাঠমান্ডু ( Kathmandu)থেকে ১১৫ কিলোমিটার দূরের উত্তর পশ্চিম এলাকা।ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে ভূমিকম্পের তীব্রতা বেশি না হওয়ায় সাংঘাতিক ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।এদিন সকালের ভূমিকম্পের পর আরো একবার আফটার শক অনুভূত হয়। গত বছর সেপ্টেম্বর মাসেও নেপালে জোরাল ভূমিকম্প হয়েছিল। তখন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। সেই কম্পনেরও উৎসস্থল ছিল রাজধানী কাঠুমান্ডুর ৪৮ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূবিজ্ঞানীদের মতে কাঠমান্ডু এবং রাজধানীর সংলগ্ন একটি বিরাট এলাকা বরাবরই কম্পন প্রবন।
