Thursday, November 13, 2025

‘দৃপ্ত ভঙ্গিতে ফিরে আসুন’, বুদ্ধবাবুর সুস্থতা চেয়ে প্রার্থনা শ্রীলেখা-জিতু-অনীকদের

Date:

Share post:

করোনা ভাইরাসে(coronavirus) আক্রান্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য(Buddhadeb Bhattacharya) ও তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য(Mira Bhattacharya)। বর্তমানে বুদ্ধবাবু বাড়িতে চিকিৎসাধীন থাকলেও শ্বাসকষ্ট সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে মীরা ভট্টাচার্যকে। জানা গিয়েছে, আপাতত তিনি স্থিতিশীল রয়েছে। এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে টলিপাড়ার(Tollywood) বামপন্থী তারকাদের মধ্যে। প্রিয় নেতার সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক বার্তা দিয়েছেন তারা। সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্যের একটি পুরনো ছবি পোস্ট করে অভিনেত্রী শ্রীলেখা মিত্র লিখেছেন, ‘এই দৃপ্ত ভঙ্গিতেই ফিরে আসুন দুজনে তাড়াতাড়ি।’ পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বুদ্ধবাবুর সুস্থতা কামনা করেছেন, অভিনেতা জিতু কমল, মেহুল গোস্বামী ঠাকুর, অনীক দত্তর মতো তারকারা।

বুদ্ধবাবু অসুস্থ এই খবরটা পাওয়ার পর রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছেন অভিনেতা জীতু কমল। এরপর ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমার ঈশ্বর আজ আক্রান্ত, স্তব্ধ হলাম। আর কোন কথা নয়।” সুস্থতা কামনা করে পরিচালক অনীক দত্ত লেখেন, “ভালো হয়ে উঠুন স্যার। দুজনেই‌। তাড়াতাড়ি।” পাশাপাশি ফেসবুকে বুদ্ধবাবুর সুস্থতা কামনা করে মেহুল গোস্বামী ঠাকুর লেখেন “দয়া করে শোভন-বৈশাখীকে নিয়ে মূর্খের প্রলাপ বন্ধ করে বুদ্ধবাবুদের জন্য ২ হাত জোড় করুন’।”

আরও পড়ুন:মামলা স্থানান্তর নিয়ে সওয়াল সলিসিটর জেনারেলের, জবাব সিংভির

এদিকে বুধবার সকালে হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানা গিয়েছে, মীরা ভট্টাচার্যের অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে। সংক্রমণ কত পর্যন্ত ছড়িয়েছে, তা জানতে স্ক্যান করা হয়েছে। কিন্তু তাতে ফুসফুসে কোনও জটিল সংক্রমণ ধরা পড়েনি। করা হয়েছে বেশ কিছু রক্ত পরীক্ষাও। অন্যদিকে বাড়িতে রেখেই চিকিৎসা চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের। জানা গিয়েছে, বাইপ্যাপের সাহায্যে বুদ্ধ বাবুর শরীরে অক্সিজেনের মাত্রা ৯০%-র বেশি রয়েছে। তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন চিকিৎসকরা। একাধিক কোমর্বিডিটি থাকায় তাঁকে বাড়িতে রেখে চিকিৎসা করাতে চাইছে না বাম দল। পাশাপাশি বুদ্ধদেবও হাসপাতালে যেতে রাজি নন বলেই জানা যাচ্ছে।

Advt

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...