Monday, August 25, 2025

নারদ: শুভেন্দু-সৌগতদের বিরুদ্ধে পদক্ষেপের অনুমতি চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি সিবিআইয়ের

Date:

Share post:

নারদ মামলায়(Naroda scam) ইতিমধ্যেই রাজ্যের দুই মন্ত্রীসহ চারজনকে গ্রেফতার করে বঙ্গ রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে সিবিআই(CBI)। বাকি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে এবার উঠে পড়ে লাগলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ঘটনায় অভিযুক্ত আরো চার নেতা নেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে(Om Birla) সিবিআইয়ের তরফের চিঠি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই ৪ অভিযুক্ত হলেন, তৃণমূল সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী৷

প্রসঙ্গত, অভিযুক্তদের মধ্যে প্রথম তিনজন সাংসদ পদে থাকলেও শুভেন্দু অধিকারী বর্তমানে বিজেপির বিধায়ক। তবে যে সময় নারদ স্টিং অপারেশন হয় সেই সময় তিনি তৃণমূলের সাংসদ ছিলেন। অন্যদিকে সিবিআই সূত্রে খবর, আর এক অভিযুক্ত তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার নারদ স্টিং অপারেশনের সময় সাংসদ হননি৷ সেই কারণেই তাঁর নাম তালিকায় নেই৷ নারদ মামলায় অভিযুক্ত তৎকালীন আর এক সাংসদ সুলতান আহমেদ প্রয়াত হয়েছেন৷

নারদ মামলা তদন্তে নেমে গত সোমবার রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম, বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই৷ এরপরই নানা মহল থেকে প্রশ্ন ওঠে কেন শুভেন্দু অধিকারী ও মুকুল রায়ের বিরুদ্ধে পদক্ষেপ করছেনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? প্রশ্ন ওঠে বাকি অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে সিবিআই? এহেন পরিস্থিতিতে মাঝেই সিবিআই সূত্রে জানা গেল, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুন:নারদকাণ্ডে ৪ গ্রেফতারির পর অভিযুক্ত সাংসদরা আইনী রক্ষাকবচ নেবেন কি? বাড়ছে জল্পনা

সিবিআইয়ের তরফে আরো জানা গিয়েছে, নারদ কান্ডে অভিযুক্ত তৃণমূল সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২০১৯ সালে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে চার্জশিটে তাদের নাম দেওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। তবে সেই চিঠির কোনো উত্তর আসেনি। এরপর সম্প্রতি চারজনকে গ্রেপ্তারের পর ফের একবার লোকসভার অধ্যক্ষকে চিঠি দিল সিবিআই। তবে সকলের বিরুদ্ধে পদক্ষেপ নিলেও মুকুল রায়ের বিরুদ্ধে সিবিআই কী পদক্ষেপ নেবে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গিয়েছে। জানা যাচ্ছে, তৎকালীন রাজ্যসভার সাংসদ মুকুল রায়কে সরাসরি টাকা নিতে দেখা যায়নি ওই ফুটেজে। তার ফলে বর্তমান এই বিজেপি বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এখনো রাজ্যসভায় কোনরকম আবেদন জানানো হয়নি সিবিআইয়ের তরফে।

Advt

spot_img

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...