সৌরভকে নিয়ে বিস্ফোরক মন্তব্য চ‍্যাপেলের

ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly)  এবং গ্রেগ চ‍্যাপেলের(greg chappell) সম্পর্কের কথা জানে সবাই। ভারতীয় দলে সৌরভের হাত ধরেই কোচিং করাতে এসেছিলেন চ‍্যাপেল। এরপরই চ‍্যাপেলের জ্বালায়  অতিষ্ট হয়ে উঠেছিল মহারাজের ক্রিকেট জীবন। বৃহস্পতিবার আবারও সৌরভকে খোঁচা দিলেন চ‍্যাপেল। একটি পডকাস্টে ভারতের এই প্রাক্তন কোচ বলেন, সৌরভ নাকি পরিশ্রম করতে চাইতেন না। দলের অধিনায়ক হয়ে নাকি নিয়ন্ত্রণ করাই লক্ষ‍্য ছিল মহারাজের। সৌরভকে নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন চ‍্যাপেল।

এদিন চ‍্যাপেল বলেন,” ভারতের সেই দু’বছর খুবই চ‍্যালেঞ্জিং ছিল। প্রত‍্যাশা খুব বেশি ছিল। সৌরভকে অধিনায়ক হিসাবে পাওয়া বেশ সমস্যা হচ্ছিল। সৌরভ পরিশ্রম করতে চাইত না। ও নিজের ক্রিকেটের উন্নতি করতে চাইত না। সৌরভ শুধু দলের অধিনায়ক হিসাবে থাকতে চাইত, যাতে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে।”

চ‍্যাপেল ভারতীয় দলে আসার পরই দল থেকে বাদ পড়েন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর ২০০৬ সালে মহারাজের মতন ক‍্যামব‍্যাক করেন তিনি।

আরও পড়ুন:শ্রীলঙ্কা সফরে ভারতের হেড কোচ হচ্ছেন দ্রাবিড়, জানাল বোর্ড

Advt

Previous articleকরোনা আবহে চোখ রাঙাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, গাউডলাইন দিল এইমস
Next articleচারদিন পর ডুবে যাওয়া বার্জ থেকে উদ্ধার ১৮৬,এখনও নিখোঁজ ৩৮