চারদিন পর ডুবে যাওয়া বার্জ থেকে উদ্ধার ১৮৬,এখনও নিখোঁজ ৩৮

ঘূর্ণিঝড় টাউটকের  জের। মুম্বইয়ের ৩৫ নটিকাল মাইল দূরে আরব সাগরে ডুবে গিয়েছে পি–৩০৫। ওই বার্জে ছিলেন ২৬১ জন। ১৮৬ জনকে উদ্ধার করেছে নৌসেনা। ৩৭ জনের দেহও উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ ৩৮ জন ওএনজিসি কর্মী।সোমবার মুম্বইয়ের কিছুটা দূরে ডুবে যায় বেশ কয়েকটি বার্জ। বেশিরভাগই তেল উত্তোলনের জন্য মোতায়েন করেছিল ওএনজিসি।
এই সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে ইঞ্জিনিয়ারিং সংস্থা আফকনস। গাল কনস্ট্রাক্টর এবং সাপোর্ট স্টেশন ৩ এই দুটি বার্জও মোতায়েন ঠিল।
মঙ্গলবার গাল কনস্ট্রাক্টরের ১৩৭ জনকেই উদ্ধার করা হয়েছে। মুম্বইয়ের উত্তর–পশ্চিমে ছিল সাপোর্ট স্টেশন ৩। সেখানে সওয়ার ছিলে ২০১ জন ওএনজিসি কর্মী। ওই বার্জটি সুরক্ষিত রয়েছে বলে জানা গিয়েছে। তাকে তীরে আনা হচ্ছে।
উদ্ধারকাজে ইতিমধ্যেই নৌসেনার একাধিক কপ্টার, যুদ্ধজাহাজ নামানো হয়েছে। তবে নিখোঁজদের কেউই আর বেঁচে নেই বলে মনে করা হচ্ছে। ডিরেক্টরেট জেনারেল অব শিপিং ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে।

Advt

 

Previous articleসৌরভকে নিয়ে বিস্ফোরক মন্তব্য চ‍্যাপেলের
Next articleকরোনায় আক্রান্ত মিলখা সিং