Wednesday, December 24, 2025

মদন মিত্রর শারীরিক অবস্থা গুরুতর, ভোকাল কর্ডে ধরা পড়ল টিউমার

Date:

Share post:

নারদ মামলায়(Narada scam) জেল হেফাজত থেকে রেহাই পেয়েছে ৪ হেভিওয়েট নেতা মন্ত্রীরা। আদালতের তরফে তাদের গৃহবন্দী থাকার নির্দেশ দেওয়া হলেও শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালেই ভর্তি রয়েছেন হেভিওয়েট মদন মিত্র(Madan Mitra), সুব্রত মুখোপাধ্যায়(Subrata Mukherjee) ও শোভন চট্টোপাধ্যায়(Shovan Chatterjee)। চিকিৎসকদের তরফে জানানো যাচ্ছে এসএসকেএম হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে ভর্তি এই তিন নেতার মধ্যে মদন মিত্রের শারীরিক অবস্থা গুরুতর। আগেই জানা গিয়েছিল, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে ফুসফুসে গভীর ক্ষত তৈরি হয়েছে তাঁর। পাশাপাশি চিকিৎসকরা জানাচ্ছেন বিধায়ক মদন মিত্রের ভোকাল কর্ডে ধরা পড়েছে টিউমার। সব মিলিয়ে কামারহাটি বিধায়কের শারীরিক অবস্থা সঙ্কটজনক।

চিকিৎসকদের তরফে জানা গিয়েছে, মদন মিত্র ভোকাল কর্ডে যে টিউমার ধরা পড়েছে সেটি কতটা মারাত্মক হয়ে উঠতে পারে বিধায়কের জন্য, তা জানতে আরও বেশকিছু পরীক্ষা করার প্রয়োজন রয়েছে। তবে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে কামারহাটির বিধায়ককে। প্রসঙ্গত, অসুস্থ মদন মিত্রকে হাসপাতালে ভর্তি করার পর তাঁর অক্সিজেন থেরাপির পাশাপাশি সি-প্যাপ দেওয়া হয়। একইসঙ্গে শারীরিক অবস্থার বিস্তারিত জানতে একাধিক টেস্ট করেন ডাক্তাররা। সেখানেই জানা যায় জনপ্রিয় এই তৃণমূল নেতার ভোকাল কর্ডে টিউমার হয়েছে।

আরও পড়ুন:গত ২ মাসে কর্ণাটকে করোনা আক্রান্ত প্রায় ৪০ হাজার শিশু!

উল্লেখ্য, গত ১৭ মে নারদ মামলায় চার্জশিট পেশের দিনে ৪ নেতা-মন্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেপ্তার করে CBI। নিম্ন আদালতে প্রত্যেকে জামিন পেলেও, হাইকোর্টে তা স্থগিত হয়ে যায়। যত দিন না কলকাতা হাইকোর্টের পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চ নির্দেশ দিচ্ছে, তত দিন ডিভিশন বেঞ্চের রায়ে তাঁদের গৃহবন্দি থাকতে হবে। তবে গৃহবন্দির নির্দেশ পাওয়ার পর শুক্রবার হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান মেয়র ফিরহাদ হাকিম। বাকি তিনজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এনাদের মধ্যে মদন মিত্রের শারীরিক অবস্থা বেশ গুরুতর। পাশাপাশি সিরোসিস অফ লিভার ধরা পড়েছে শোভন চট্টোপাধ্যায়ের। সুব্রত মুখোপাধ্যায়ের রয়েছে হাইপার টেনশন।

Advt

spot_img

Related articles

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...