Wednesday, August 27, 2025

ফের গোরক্ষকদের তাণ্ডব যোগীরাজ্যে, আক্রান্ত মুসলিম যুবককেই গ্রেফতার করল পুলিশ

Date:

Share post:

গোরক্ষকদের তাণ্ডবের জেরে ফের একবার সংবাদ শিরোনামে উঠে এলো যোগীরাজ্য উত্তর প্রদেশ(Uttar Pradesh)। সংখ্যালঘু’ এক মাংস বিক্রেতাকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে গোরক্ষকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুরাদাবাদ(Muradabad) জেলায়। তবে বিষয়টি এখানেই শেষ নয়, উল্টে ঘটনার পর আক্রান্ত ওই সংখ্যালঘু যুবককে গ্রেফতার করার অভিযোগ উঠেছে যোগীর পুলিশের বিরুদ্ধে। অভিযুক্ত ওই গোরক্ষকদের বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

জানা গিয়েছে, মোঃ শাকির নামে এক যুবক স্কুটারে করে ৫০ কেজি মহিষের মাংস নিয়ে ফিরছিলেন। সেই সময় ওই যুবককে আটকায় নিজেকে গোরক্ষক বলে দাবি করা মনোজ ঠাকুর ও তার সঙ্গীরা। শাকিরের ভাইয়ের অভিযোগ, স্কুটার আটকে শাকিরের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করে অভিযুক্তরা। দিতে না পারায় লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয়। গোটা ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, শাকিরকে ঘিরে ধরে ব্যাপক মারধর করছে কয়েকজন যুবক। এই ঘটনায় অভিযুক্ত ওই গোরক্ষকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে শাকিরের ভাই। পাল্টা প্রাণী হত্যা, সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে এমন কাজ করা, করোনা লকডাউনের নির্দেশ অমান্য সহ একাধিক ধারায় শাকিরের বিরুদ্ধে মামলা দায়ের করে অভিযুক্তরা। এরপরই মূল অভিযুক্ত মনোজ ঠাকুরকে গ্রেপ্তার করার পরিবর্তে শাকিরকে গ্রেফতার করে পুলিশ। যদিও জামিনে মুক্তি পেয়ে বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছে আক্রান্ত ওই সংখ্যালঘু যুবক।

আরও পড়ুন:সোমে হল না জামিনের ফয়সালা: আপাতত গৃহবন্দি ৪ নেতা-মন্ত্রী, শুনানি বুধে

এপ্রসঙ্গে পুলিশের তরফে জানানো হয়েছে, আমাদের কাছে একটি ভিডিও এসেছে যেখানে একজন মাংস বিক্রেতাকে মারধর করছে কয়েকজন যুবক। গোটা ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ৬ অভিযুক্তের নাম-ঠিকানা নথিভুক্ত করে তাদের খোঁজ চলছে। শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে। পাশাপাশি ন্যক্কারজনক এই ঘটনার পর, এক বিবৃতি দিয়েছেন মুরাদাবাদের সাংসদ এসটি হাসান। তিনি বলেন, আমি জানতে পেরেছি আক্রান্ত এই যুবক একটি ফ্যাক্টরি থেকে মাংস নিয়ে আসছিল। তার কাছে মাংস কেনার রশিদ ও ছিল। তারপরও মারধর করা হয়েছে তাকে। গোহত্যার নামে এই ধরনের ঘৃণ্য হিংসা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ঈশ্বরের অশেষ কৃপা যে ওই যুবককে প্রাণে হত্যা করা হয়নি।

Advt

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...