Thursday, August 21, 2025

ভোটে হেরেও ইয়াসের মোকাবিলায় সুন্দরবনের মানুষদের পাশে কান্তি গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

পর পর তিনবার ভোটে হেরেছেন। ২১ এর বিধানসভা ভোটেও তাঁকে ফিরিয়ে দিয়েছেন বাংলার মানুষ।  তাই ইয়াস- এর পূর্বাভাস পেয়েও  রাগে-অভিমানে সুন্দরবনের মানুষদের থেকে মুখ ফিরিয়েছিলেন। এমনকি সুন্দরবনের দুর্গতদের পাশে থাকতে সায় দেয়নি তাঁর পরিবারের কেউই। তাই পুরোদমে কোভিড রোগীদের সেবায় নিজেকে সপে দিয়েছিলেন। কিন্তু তাতেও মন টিকল না। ইয়াস-এর ভয়াবহ পূর্বাভাসের কথা শুনে মুখ ফেরাতে পারলেন না কান্তি গঙ্গোপাধ্যায়।  হার-জিতের পরোয়া না করেই সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় স্যোশাল মিডিয়ায় জানালেন, “আমি আসছি’।

এর আগেও বিভিন্ন দুর্যোগের মোকাবিলায় সুন্দরবনের মানুষদের পাশে থেকেছেন কান্তি গঙ্গোপাধ্যায়। এবারও তাঁর ব্যতিক্রম হননি।দুর্গতদের পাশে ছুটে গিয়েছেন সবসময়। মঙ্গলবার ইয়াস আসার আগেই  ফুঁসতে শুরু করেছিল সমুদ্র। তাই গতকাল রাত দশটাতেই ত্রিপল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন কান্তি গঙ্গোপাধ্যায়। ‘ইয়াস’ আসার আগেই রাস্তায় জল জমতে শুরু করে। সেই জল পেরিয়ে ত্রিপল হাতে সুন্দরবনের মানুষদের সাহায্য করতে রাতেই ছুটে যান আটাত্তরের কান্তি গঙ্গোপাধ্যায়। জানান, রাতেই রায়দিঘির বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। যারা অসুবিধেয় পড়েছে তাঁদের সাহায্য করবেন।এরপর আজ সকালেই বাঁধ মেরামতির কাজ পরিদর্শনও করেন।

 

প্রসঙ্গত, ইয়াসের মোকাবিলায় রায়দিঘির বিরাজমোহিনী স্কুলে  ইতিমধ্যেই প্রায় ১ হাজার গ্রামবাসীর থাকার ব্যবস্থা করেছেন সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। এমনকি দুবেলা তাঁদের খাওয়ারের ব্যবস্থা করেছেন তিনি। ইয়াস-এর ভয়াবহ পূর্বাভাস পেয়ে পরিবারের বারণ সত্ত্বেও শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে কান্তিবাবু লেখেন, ‘আমি আসছি’।

Advt

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...