Thursday, August 21, 2025

প্রথমে কোভিশিল্ড, দ্বিতীয় ডোজ কোভ্যাক্সিন পেলেন যোগী রাজ্যের গ্রামবাসীরা

Date:

Share post:

ফের শিরোনামে উত্তরপ্রদেশ। এবার টিকাকরণে গাফিলতির অভিযোগ উঠল স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের সিদ্ধার্থ নগর জেলায় একটি গ্রামের ২০ জনকে প্রথম ডোজে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়েছিল। কিন্তু দ্বিতীয় ডোজে দেওয়া হয়েছে কোভ্যাক্সিন। এই নিয়ে শুরু হয়েছে শোরগোল। আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা।
টিকাকরণ নিয়ে এই গাফিলতিতে শোরগোল পড়েছে গোটা উত্তরপ্রদেশে। আর তাতেই নড়েচড়ে বসেছে যোগী সরকার। যোগী প্রশাসনের তরফে বলা হয়েছে, ” এটা নিঃসন্দেহে তদারকির অভাব। যাঁরা দায়িত্বে ছিলেন তাঁদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে।”বিষয়টি নিয়ে সিদ্ধার্থনগরের মুখ্য মেডিক্যাল অফিসার জানিয়েছেন, এটা ভুল করে হয়ে গিয়েছে। সরকার কখনওই ভ্যাকসিনের ককটেল করতে বলেনি। মুখ্য অফিসার সন্দীপ চৌধুরী বলেন, “আমরা স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে এই কাজের বিবৃতি চেয়েছি। যা পদক্ষেপ নেওয়ার নেব।”
গত ১ এপ্রিল কোভিশিল্ড টিকা দেওয়া হয় ওই গ্রামবাসীদের। এরপর ১৪ মে কিছু যাচাই না করেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোভ্যাক্সিন দেওয়া হয়েছিল। বিষয়টি নজরে আসতেই কার্যত উদ্বিগ্ন গ্রামবাসীরা। এবিষয়ে চিকিৎসকরা জানান, ককটেল টিকাকরণ এখনও গবেষণার বিষয় এবং তার কোনও সঠিক তথ্যই এখনও উঠে আসেনি। তাই এটি অত্যন্ত গুরুতর বিষয় এবং এক্ষেত্রে এই গাফিলতি মেনে নেওয়া যায় না। যাঁদের উপর এই টিকাকরণ প্রক্রিয়া চালানো হয়েছে, তাঁদের কিছুদিন পর্যবেক্ষণে রাখা উচিত।

Advt

spot_img

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...