“আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে”

সুদীপ রাহা

কুসুম কুমারী দাসের লেখা এই কবিতা কম-বেশি আমাদের সকলেরই পড়া। ছোটবেলা থেকেই বাঙালি ওই কবিতার এই কাজে বড়ো ছেলেটিকে খুঁজে এসেছে। ক্ষমতার অলিন্দে থাকা নেতাদের দীর্ঘ বঞ্চনার ইতিহাস মুছে বাংলা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ-ছায়ায়। তাঁর আগামীর লড়াইয়ের অন্যতম সেনানীর নাম Abhishek Banerjee

বাংলা সেই ছেলেকে পেয়েছে। যে নিজে বরাবরই কম কথা বলেছে, তাঁর কাজই কথা বলেছে বারবার। আজ মহামারি, ঝড় তুফান মাথায় নিয়েও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন আশ্রয় শিবিরে পৌঁছে গেছেন তিনি। কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে। ভরসা জুগিয়েছেন। বিপর্যয় মোকাবিলায় বাংলা আবার খুঁজে পেয়েছে তার নূতন যৌবনের দূত। অনেক কটূ কথা যখন তাঁকে ছোট করতে চেয়েছে তিনি তখন কাজে বড় হয়ে উঠেছেন। নির্বাচনের মঞ্চে দেওয়া প্রতিটি কথা রেখেছেন বারবার, অক্ষরে অক্ষরে। আর্ত মানুষের কাছে পৌঁছে গিয়ে দেশকে দেখিয়েছেন, কথায় নয় কাজে বড় সেই ছেলেকে পেয়েছে বাংলা মা।

শেখার তো কোনও বয়স নেই। শেখার চেষ্টার মধ্যে কোনও লজ্জাও নেই। যে বহিরাগত ষাটোর্ধ্ব পরিযায়ী নেতারা নির্বাচনের আগে বাংলায় এসে প্রতিদিন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন; তাঁরা আজ কোথায়? তাঁরা শিখুন। শিখে নিন। শেখার মধ্যে আনন্দ আছে। লজ্জার কিছু নেই।

“তুমি যারে নিচে ফেলো, সে তোমারে বাঁধিবে যে নিচে
পশ্চাতে রেখেছ যারে, সে তোমারে পশ্চাতে টানিছে ”

আরও পড়ুন- সুন্দরবনে বাঘের আতঙ্ক, বেরিয়ে আসছে বিষধর গোখরো-কেউটে! রাতভর পাহারায় বন দফতর

Advt