লকডাউনে সুফল মিলেছে। রাজ্যে অনেকটাই নিম্নমুখী কোভিড গ্রাফ। কিন্তু তবুও দৈনিক সংক্রমণের হার সন্তোষজনক নয়। তাই হরিয়ানায় ফের বাড়ল লকডাউনের মেয়াদ। আগামী ৭ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ল হরিয়ানায়। রবিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর জানিয়েছেন, মনে করা হচ্ছে লকডাউনের মেয়াদ বাড়লেই করোনার সংক্রমণ কমবে। তাই লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লকডাউনের পথে হেঁটে সুফল মিলেছে একাধিক রাজ্যে। দৈনিক সংক্রমণ অনেকটাই কমেছে। স্বাভাবিক ছন্দে ফিরতে হলে টিকাকরণ একমাত্র উপয়ায় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এক্ষেত্রে রাজ্যেগুলিতে চলছে টিকাকরণও। গতকাল দিল্লি, কেরালা, ওড়িশা, গোয়া সহ একাধিক জায়গায় লকডাউনের মেয়াদ বেড়েছে।রবিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৭ জুন পর্যন্ত হরিয়ানায় জারি থাকবে লকডাউন। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় মিলবে। সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত খোলা থাকবে দোকানপাট, পাশাপাশি রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে বলে জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী ।
