নারদ-মামলার শুনানি আজ বেলা ২টোয়, জানালো হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ

নারদ-মামলা স্থানান্তর নিয়ে CBI-এর পেশ করা আবেদনের শুনানি হবে বেলা ২ টোয়৷ সোমবার শুনানির শুরুতেই পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে CB-এর তরফে জানানো হয়, সুপ্রিম কোর্টে করোনা সংক্রান্ত মামলা চলছে। ওই মামলায় ব্যস্ত থাকার জন্য আইনজীবীরা হাইকোর্টের এই মামলায় এখনই উপস্থিত থাকতে পারছেন না৷ তাই তাঁদের সময় দেওয়া হোক৷ আদালত এই আর্জি মঞ্জুর করে জানিয়েছে, আজ, সোমবার বেলা ২টোয় নারদ- মামলার শুনানি হবে৷

আরও পড়ুন:এন্টালি কেন্দ্রের ঘরছাড়াদের ঘরে ফেরাতে ৩ সদস্যের কমিটি হাইকোর্টের

Advt