Monday, November 10, 2025

ইন্ডাস্ট্রিকে বাঁচাতে আগামিকাল থেকেই প্রত্যেক শিল্পী, কলাকুশলীর টিকাকরণ শুরু বলিউডে

Date:

Share post:

করোনা সংক্রমণে (covid situation) জেরে অত্যন্ত বেহাল অবস্থা বলিউডের (lock down in Bollywood)। শুটিং একেবারেই বন্ধ। কাজ নেই প্রায় কারওরই। চরম অর্থ সংকটের মুখে কার্যত গোটা(financially distressed situation) বলিউড। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে চিকিৎসকদের পরামর্শ সকলের ভ্যাকসিনেশন( vaccination)। তাই আগামিকাল থেকেই প্রত্যেক কলাকুশলীর টিকাকরণ শুরু হতে চলেছে বলিউডে। টিকাকরণ ছাড়া বিকল্প নেই। এমতাবস্থায় মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির টিকাকরণের দায়িত্বে এগিয়ে এল দ্য প্রোডিউসারস গিল্ড অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। এই মানবিক উদ্যোগে তাদের সঙ্গে যুক্ত হয়েছে ফেডারেশনও। শিল্পী, কলাকুশলী মিলিয়ে মোট ১০ হাজার কর্মীর টিকাকরণ হবে।

প্রোডিউসারস গিল্ডের (producers guild)তরফে আগামিকাল অর্থাৎ ১ জুন থেকেই শুরু হতে চলেছে কর্মীদের টিকাকরণ প্রক্রিয়া। চলবে ৬ জুন পর্যন্ত। বান্দ্রার মেহবুব স্টুডিয়োতে (Mehboob studio Bandra)টিকা দেওয়া হবে। প্রোডিউসারস গিল্ডের সভাপতি প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর জানিয়েছেন, একা প্রোডিউসারস গিল্ডের তরফে এই উদ্যোগকে বাস্তবায়িত করা সম্ভব ছিল না। তাই সবাই মিলে এগিয়ে আসায় তাঁরা অত্যন্ত আনন্দিত। গিল্ডের সহ সভাপতি মণীশ গোস্বামী এ দিন বলেন, “আমরা ৫ হাজার জনকে টিকা দেওয়ার চেষ্টা করছি। প্রতিটি টিকার দাম হাজার টাকা। সেই টাকা নিজেদের কর্মীর জন্য আলাদা আলাদা ভাবে প্রযোজনা সংস্থাগুলি বহন করছে।” অন্যদিকে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন এবং সিনে ফেডারেশনের তরফে জানান হয়েছে আগামী মাসের ১০ থেকে ১৫ তারিখ পর্যন্ত তাঁদের কর্মীদেরও বিনামূল্যে টিকা দেওয়া হবে। প্রায় পাঁচ হাজার কর্মীকে টিকা প্রদানের উদ্যোগ নিয়েছেন ওঁরাও।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...