করোনায় মৃত রেলকর্মীদের নিকটাত্মীয়কে এক মাসের মধ্যে চাকরি দেওয়ার দাবি উঠলো

করোনায় মৃত (corona victim) রেলকর্মীদের (railway staff) নিকটাত্মীয়কে এক মাসের মধ্যে রেলে চাকরি দিতে হবে। এই দাবি তুলল রেলের কর্মী সংগঠন। রেলের তরফ থেকে জানানো হয়েছে করোনাকালে(covid situation) প্রায় ২৫০০ রও বেশি কর্মী কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছে। রেলের আইন অনুযায়ী, কর্তব্যরত অবস্থায় কোনও রেলকর্মীর মৃত্যু হলে এক মাসের মধ্যে তার পোষ্য তথা নিকট আত্মীয়কে চাকরিতে নিয়োগ করতে হয়। এরজন্য বেশিরভাগ সময়ই কোনও পরীক্ষা বা এনকোয়ারি হয় না। উপযুক্ত প্রমানপত্র থাকলেই পেপার ভেরিফিকেশন করে এক মাসের মধ্যে নিয়োগপত্র দিয়ে দেওয়া হয়। এবার করোনা সংক্রমিত হয়ে মৃতদের ক্ষেত্রেও সেই পদ্ধতি প্রয়োগের দাবি উঠলো। রেলকর্মীদের ‘কোভিড যোদ্ধা’ অ্যাখ্যা দিয়ে তাদের পোষ্যকে চাকরি দেওয়ার দাবি তুলল অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ফেডারেশন। সংগঠনের তরফ রেল বোর্ডের চেয়ারম্যানকে লিখিতভাবে দাবি পেশ করা হয়েছে বলে জানানো হয়েছে। একই দাবিতে পূর্ব রেলের মেনস ইউনিয়নও জিএমের কাছেও এই দাবি জানানো হয়েছে। অতিমারীতে মৃতের পরিবারের একজনকে অবিলম্বে চাকরি দিতে হবে। কর্তব্যরত অবস্থায় কোনও রেলকর্মীর মৃত্যু হলে যে পদ্ধতিতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে তার পরিবারকে চাকরি দেয়া হয় এক্ষেত্রেও সেই পদ্ধতি অনুসরণ করার দাবি উঠলো।

Previous article‘কফিনবন্দি’ অর্থনীতি, ৪০ বছরে সর্বনিম্ন দেশের জিডিপি -৭.৩ শতাংশ
Next articleইন্ডাস্ট্রিকে বাঁচাতে আগামিকাল থেকেই প্রত্যেক শিল্পী, কলাকুশলীর টিকাকরণ শুরু বলিউডে