Thursday, November 13, 2025

আলাপনের অবসর: নতুন মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের নাম ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কেন্দ্র-রাজ্য চরম সংঘাতের আবহে আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Banerjee) মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, ছিল আলাপন বন্দ্যোপাধ্যায় নির্ধারিত অবসর গ্রহণের দিন। কেন্দ্রের তরফ থেকে মঙ্গলবার নর্থ ব্লকে জয়েন করার নতুন চিঠি আসার পরেই মুখ্যসচিবের পদ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নিয়েছেন বলে সাংবাদিক বৈঠক করে জানান মুখ্যমন্ত্রী। আলাপনের জায়গায় রাজ্যের *নতুন মুখ্যসচিব হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। আর নতুন স্বরাষ্ট্রসচিব হলেন বিপি গোপালিকা* ।

এর আগে হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrisna Dwibedi) রাজ্যের স্বরাষ্ট্রসচিব ছিলেন। তাঁকেই রাজ্যের নতুন মুখ্য সচিব করা হয়েছে। আর প্রাণিসম্পদ বিকাশ ও প্রশাসন কর্মিবর্গ দফতরের অতিরিক্ত সচিব ভগবতী প্রকাশ গোপালিকাকে (BP Gopalika) স্বরাষ্ট্রসচিবের দায়িত্বে করা হল।

মুখ্যসচিবের পদে আলাপন বন্দ্যোপাধ্যায়কে আরো তিন মাস রাজ্যে রাখার জন্য কেন্দ্রের কাছে চিঠি দিয়েছিল নবান্ন। তাতে সিলমোহর দেয় কেন্দ্র। তারপরে হঠাৎ কলাইকুন্ডা বৈঠকের দিন সন্ধেয় আলাপনকে নর্থ ব্লকে গিয়ে নতুন পদে গিয়ে যোগ বলা হয়। আলাপন বন্দ্যোপাধ্যায়কে না ছাড়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। সোমবার দুপুরে মমতার সঙ্গে নবান্নে কোভিড এবং ইয়াস নিয়ে প্রশাসনিক বৈঠকেও উপস্থিত ছিলেন আলাপন।

কিছুক্ষণ পরেই ফের সাংবাদিক বৈঠক করে মমতা বলেন, আলাপনকে দিল্লিতে যোগ দেওয়ার জন্য আরও একটি চিঠি রাজ্য সরকারের কাছে পাঠিয়েছে কেন্দ্র। কিন্তু তাঁর চিঠির কোনও জবাব দেয়নি। এই সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, আলাপন আগেই তাঁর কাছে অবসর নেওয়ার আবেদন জানিয়েছেন। সেই আবেদন মেনে নিয়ে তাঁকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসাবে ঘোষণা করেন তিনি। আলাপনের অবসর নেওয়ার পর রাজ্যের নয়া মুখ্যসচিব হিসেবে হরিকৃষ্ণ দ্বিবেদী ও স্বরাষ্ট্রসচিব হিসেবে গোপালিকার নাম ঘোষণা করেন মুখ্যমুখ্যমন্ত্রী।

 

 

spot_img

Related articles

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ...