করোনা পরিস্থিতিতে টালমাটাল গোটা দেশ। একদিকে ক্রমবর্ধমান সংক্রমণ, অন্যদিকে অক্সিজেনের চাহিদা । সব মিলিয়ে নাজেহাল সাধারণ মানুষ । এবার এগিয়ে এল উত্তর ২৪ পরগনার একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

আজ বৃহস্পতিবার রানার ছুটেছে ওয়েলফেয়ার এর ব্যবস্থাপনায় সোদপুর ঘোলাতে দুটি বিনা মূল্যে আক্সিজেন সিলিন্ডার এর উদ্বোধন করা হল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার ছুটেছে ওয়েলফেয়ার এর সভাপতি হীরক চক্রবর্তী সহ বিিশিষ্টরা।

হীরক চক্রবর্তী বলেন, এলাকার মানুষ যাতে অক্সিজেনের অভাবে খারাপ পরিস্থিতির দিকে এগিয়ে না যান, তাই প্রাথমিকভাবে সামাল দেওয়ার লক্ষ্যে আমাদের এই অক্সিজেন সরবরাহের উদ্যোগ ।
