ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে সহজে জয় পেলেন জোকোভিচ

ফ্রেঞ্চ ওপেনের ( French open)প্রথম রাউন্ডে সহজে জয় পেলেন নোভাক জোকোভিচ(novak djokovic)। এদিন তিনি হারালেন স্যান্ডগ্রেনকে। ম‍্যাচের ফলাফল  ৬-২, ৬-৪, ৬-২। এদিন জোকোভিচের সামনে দাঁড়াতেই পারলেন  স‍্যান্ডগ্রেন।

বুধবার ফ্রেঞ্চ ওপেনে নৈশলোকে হল প্রথম পুরুষ বিভাগের ম‍্যাচ। এই ম‍্যাচে নেমে যেমন আবেগে ভাসছিলেন জোকোভিচ, তেমনই দর্শক শূন‍্য স্টেডিয়ামে খেলে মন ভরেনি জোকারের। ম‍্যাচ শেষে এদিন তিনি বলেন,” এখানে পুরুষদের প্রথম নৈশ ম্যাচটা খেলতে পেরে আমি গর্বিত। বুঝতে পারছি, এটা ঐতিহাসিক ব্যাপার। নিজের খেলাতে সন্তষ্ট। কিন্তু এতটা শান্ত পরিবেশে খেলতে সত্যিই ভাল লাগল না। দর্শকেরা গ্যালারিতে থাকলে কত ভাল হত। আশা করি, এ রকম পরিবেশে এখানে আর আমাকে খেলতে হবে না।”

এদিকে মহিলা বিভাগে দ্বিতীয় রাউন্ডেও জয় পেলেন সেরিনা উইলিয়ামস । এদিন তিনি হারালেন রোমানিয়ার মিহায়া বুজারনেসিউকে। ম‍্যাচের ফলাফল ৬-৩, ৫-৭, ১-৬। প্রথম সেট সেরিনা সহজে জিতলেও দ্বিতীয় সেটে হেরে যান। তবে  নির্ণায়ক সেটে অবশ্য সেরেনা বুঝিয়ে দেন, কেন তাঁকে কিংবদন্তি বলা হয়। ৩৩ বছরের মিহায়া কার্যত এই সেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ১-৬ হেরে যান।

আরও পড়ুন:লন্ডন পৌঁছাল টিম ইন্ডিয়া

Advt