Wednesday, November 12, 2025

বেসুরো সৌমিত্র খাঁ! ছাড়লেন জেলা মিডিয়া সেলের গ্রুপ, শুভবুদ্ধির উদয় হোক: সুজাতা

Date:

Share post:

তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতা-নেত্রীদের অনেকেই বিধানসভা নির্বাচনের পরে “নিজেদের ভুল বুঝতে পেরে” পদ্ম ছেড়ে ঘাসফুলের আশ্রয় নিতে চাইছেন। আর তার মধ্যেই জল্পনা উস্কে বাঁকুড়ায় বিজেপির (Bjp) জেলা মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ (WhatsApp) গ্রুপ ছাড়লেন সংসদ তথা বিজেপি নেতা সৌমিত্র খাঁ (Soumitra Khan)। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বৈঠকেও থাকছেন না সৌমিত্র। এই নিয়েই জল্পনা তৈরি হয়- তাহলে কি এবার বেসুরো সৌমিত্র? এই নিয়ে তাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ (Sujata Mandal Khan) ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’কে জানান, “সৌমিত্রর শুভবুদ্ধির উদয় হোক এটাই চাইছি। কোনও ভদ্রলোক বিজেপি করতে পারেন না।”

বিষ্ণুপুর থেকে নির্বাচিত সাংসদ সৌমিত্র খান। বিষ্ণুপুরে বিজেপির সাংগঠনিক জেলার মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন তিনি। কিন্তু এই গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন।

সংগঠন মজবুত করতে জেলা সফর শুরু করেছেন রাজ্য বিজেপির সভাপতি। শনিবার বিকেলে, তাঁর নেতৃত্বে বাঁকুড়ায় সাংগঠনিক বৈঠক। কিন্তু সৌমিত্র খাঁ জানিয়ে দিয়েছেন, সেই বৈঠকেও যোগ দিচ্ছেন না তিনি। কারণ, “১৫ জুন পর্যন্ত লকডাউনে মিটিং-মিছিল বন্ধ আছে। সেটাকে মান্যতা দিতেই বৈঠকে যাচ্ছি না”। মানুষের স্বার্থেই এই সিদ্ধান্ত। সৌমিত্র বলেন, শুধু এই বৈঠকেই নয়, ১৫ তারিখ পর্যন্ত কোথাও যাচ্ছেন না তিনি।

এরপরেই প্রশ্ন ওঠে তাহলে কি এবার তিনিও পদ্ম ছেড়ে ঘাসফুলে ফেরার চেষ্টা করবেন? এর উত্তরে অবশ্য সৌমিত্র জানিয়েছেন, “আড়াই বছর আগে যখন বিজেপিতে যোগ দিয়েছি, তখন তৃণমূলের কেউ যোগদান করেননি। এটা ভাবার কারণ নেই যে আমি বেসুরো। কিছু গ্রুপ থেকে বেরিয়ে যেতে হয়”।

আরও পড়ুন-অপেক্ষা সুপ্রিমোর গ্রিন সিগন্যালের, কংগ্রেস, ফব ভেঙে এবার কেরলে তৈরি হচ্ছে তৃণমূল

তবে সুজাতা মণ্ডল খাঁ বলেন, “আমি বরাবরই চেয়েছি সৌমিত্র বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসুন। কারণ সুজাতার কথায়, “কোনও ভদ্র শিক্ষিত মানুষ বিজেপি করতে পারেন না। সেখানে সবাই নিজেকে জাহির করার চেষ্টা করে। কারও কোনো সম্মান নেই।” আর সুজাতার মতে, রাজ্যজুড়ে সাংগঠনিক বৈঠক না করে দিলীপ ঘোষের উচিত নিজের লোকসভা এলাকায় নজর দেওয়া। কারণ, ভোটের আগে যেভাবে বিজেপি নিজেদের ঢাক বাজিয়ে ছিল, তার কোনও প্রভাব পড়েনি নির্বাচনের ফলে। সুজাতার আশা, “শুধু সৌমিত্র খাঁ নন, আগামী দিনে রাজ্য বিজেপির বেশিরভাগ মানুষই তৃণমূলে চলে আসবেন”।

বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার অবশ্যই জানান, বিষয়টি নিয়ে তিনি সৌমিত্র খাঁর সঙ্গে কথা বলবেন। জয়প্রকাশের মতে, হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন কিছু পোস্ট হয়েছিল, যার সঙ্গে সৌমিত্র সহমত নন। এ বিষয়ে দলীয় স্তরে কথা বলে মেটানোর চেষ্টা হবে বলেও জানিয়েছেন জয়প্রকাশ মজুমদার।

Advt

spot_img

Related articles

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...