১) নির্বাসনের শাস্তি নেমে এল ইস্টবেঙ্গল ক্লাবে। ফুটবলারদের বকেয়া না মেটানোয় সোমবার নতুন মরশুমে ফুটবলার সই করানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা (ট্রান্সফার ব্যান) জারি করল ফিফা।

২) বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের বাংলাদেশকে হারাল ভারতীয় দল। ম্যাচের ফলাফল ২-০। জোড়া গোল সুনীল ছেত্রী।


৩) ফের একবার লিওনেল মেসিকে টপকে গেলেন সুনীল ছেত্রী। এই মুহূর্তে ১১৭টি ম্যাচে ৭৪টি গোল তাঁর। ম্যাচের পর সুনীলকে বার্তা ফিফার।

৪) ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে নোভাক জোকোভিচ। এদিন তিনি হারালেন ইটালির মুসেত্তিকে । ম্যাচের ফলাফল -৭ (৭-৯), ৬-৭ (২-৭), ৬-১, ৬-০, ৪-০ ।


৫) ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে গেলেন সেরিনা উইলিয়ামসন। চতুর্থ রাউন্ডে তিনি হেরে গেলেন এলিনা রিবাকিনার কাছে। ম্যাচের ফলাফল ৬, ৫-৭ ।

৬) ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে চলে গেলেন রাফায়েল নাদাল। এদিন তিনি স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন ইটালির জানিক সিনারকে।

আরও পড়ুন:দক্ষিণবঙ্গে এক দিনে বাজ পড়ে মৃত্যু ২৬ জনের, মৃতদের বাড়ি যাবেন অভিষেক
