Monday, November 17, 2025

অবলুপ্তির পথে শতাব্দী প্রাচীন পুতুলনাচ শিল্প! কেমন আছেন শিল্পীরা?

Date:

Share post:

সালটা ছিল ১৯৭৭। সোনামুখীর রাধানগরে প্রথম শো। ২৫ জনের পুতুল নাচের দল গিয়ে দুর্দান্ত অনুষ্ঠান সবার বাহাবা হাততালি কুড়িয়েছিল। তার পর থেকে ভালই চলছিল। কিন্তু কালের স্রোতে কার্যত হারিয়ে গিয়েছে পুতুলনাচ। কেমন আছেন টিমটিম করে জ্বলতে থাকা সেই শিল্পের ধারক বাহকরা, এক শিল্পী শোনালেন সেই কাহিনি।

পুজো পার্বণ মেলা থেকে  পারিবারিক অনুষ্ঠান, আগে সব জাগাতেই মিলিত পুতুলনাচের বায়না। বিনোদনে নাটক,  থিয়েটারের পাশাপাশি জায়গা পেত পুতুলনাচও। কিন্তু কালের নিয়মে জীবনধারা বদলেছে। পুতুলনাচের জায়গা নিয়ে নিয়েছে বায়োস্কোপ থেকে চলচিত্র। তখন থেকেই অবলুপ্তির যে ধারা তৈরি হয়েছিল তাতে শেষ পেরেকটা পুঁতে দিয়েছে বিশ্বকে হাতের তালুতে এনে দেওয়া স্মার্ট ফোন।

সময় খরচ করে এখন পুতুল নাচ দেখার আগ্রহ হারিয়েছেন মানুষ। তাই ভাঁটা পড়েছে এই শিল্পেও। তবুও বর্তমান সরকারের আমলে মুখ্যমন্ত্রী ঐকান্তিক প্রচেষ্টায় শিল্পীরা কাজ পাচ্ছেন, সরকার ভাতার ব্যবস্থাও করেছেন। প্রায়ই সরকারি বিভিন্ন অনুষ্ঠানে ও মেলায় মিলছিল পুতুল নিয়ে হাতের কারসাজি দেখানোর সুযোগ। কিন্তু করোনা কালেও সেটাও প্রায় বন্ধ।

এক সময় শুধু বাঁকুড়া জেলাতেই ৬০ থেকে ৭০ জন শিল্পী পুতুল নাচের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু কালক্রমে সেটা কার্যত হাতে গোনা কয়েক জনের ঠেকেছে। তাঁদের মধ্যে এক জন হলেন দেবীপ্রসাদ সিংহ। তিনিই জানালেন শিল্পের বর্তমান অবস্থা খুব খারাপ।

একে একে পুতুলনাচ শিল্পীরা পুতুলনাচ ছেড়ে চলে যাচ্ছেন। নাম লেখাচ্ছেন অন্য পেশায়। কয়েকজন রয়ে গিয়েছেন ভালবাসার টানে। সর্বসাকুল্যে রোজকার বলতে সরকারের দেওয়া মাসিক হাজার টাকা। তাতে সংসারে দিন পাঁচেক চলে কোনও রকমে। তাই ভবিষ্যৎ কী হবে কেউ জানে না।

Advt

 

spot_img

Related articles

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...

এসএসসি ইন্টারভিউয়ে দাগিদের ডাক নয়! বিরোধীদের অভিযোগ উড়িয়ে দাবি শিক্ষামন্ত্রীর 

এসএসসি নিয়োগের ইন্টারভিউ বোর্ডে কোনও দাগি প্রার্থীকেই ডাকা হয়নি, বিরোধীদের দাবি উড়িয়ে সোমবার স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য...