Wednesday, August 27, 2025

বিস্ফোরক রাজীব: ৩৫৬ ধারা নিয়ে দলের ভিন্নমত, বিলম্বিত বোধোদয়, মত কুণালের

Date:

Share post:

এবার ফেসবুকে বিস্ফোরক রাজীব বন্দ্যোপাধ্যায়। ৩৫৬ ধারা নিয়ে দলের ভিন্নমত বিজেপি নেতার (Rajib Banerjee)। রাজনীতির ঊর্ধ্বে উঠে কোভিড ও ইয়াস দুর্যোগে বিপর্যস্ত বাংলার পাশে থাকার বার্তা দিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করলেন রাজীব। মঙ্গলবার, যখন হেস্টিংস হাউসে বিজেপির (Bjp) বৈঠকে গরহাজির দলের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, তখনই তাঁর ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপির অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “সমালোচনা তো অনেক হল। মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর 356 ধারা জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না।
আমাদের সকলের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে ‘কোভিড’ ও ‘ইয়াস’, এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা”।

এর আগে আর এক বিজেপি নেতা শুভ্রাংশু রায় (Shubranshu Ray) বিজেপির হার নিয়ে আত্মসমালোচনার কথা বলেছিলেন। এবার সরাসরি দিল্লির নেতাদের বাংলায় ৩৫৬ ধারা জারির হুমকির বিপরীত মেরুতে দাঁড়িয়ে নিজের মতামত জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে দাঁড়িয়ে হারের পরেই রাজীবকে খুব একটা বিজেপির রাজনীতিতে দেখা যায়নি। এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কাঠগড়ায় উঠেছে প্রাক্তন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। একইসঙ্গে তারপরে বনমন্ত্রী থাকা অবস্থাতেও তাঁর ভূমিকার নিয়ে অভিযোগের আঙুল ওঠে।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাঁর এই ভোলবদল নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, এটি বিলম্বিত বোধোদয়। তবে ইয়াসের দাপটে বাঁধ ভেঙে যাওয়ার ঘটনার পর তাঁর এই ধরনের মন্তব্যের উদ্দেশ্য নিয়ে সন্দেহ জাগায়। তবে দেরিতে হলেও রাজীবের যে দেয়াল লিখন পড়তে পারছেন সেটাই যথেষ্ট মত কুণালের।

আরও পড়ুন-নারদ-কাণ্ডে CBI-এর নতুন মামলা হাইকোর্টে

তৃণমূলে থেকে কাজ করতে না পারার অভিযোগ তুলে ভোটের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব। কলকাতা থেকে তাঁকে চার্টার্ড বিমানে দিল্লি উড়িয়ে নিয়ে গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু নির্বাচনে দলের অবস্থা এবং ব্যক্তিগত হারের পরে একেবারেই লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছেন রাজীব। এই পরিস্থিতিতে ৩৫৬ ধারা নিয়ে দলের ভিন্ন সুর তাঁর গলায়।

Advt

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...