Sunday, August 24, 2025

হাওড়ার সব তৃণমূল কর্মীই রাজীবের বিপক্ষে, জানালেন অরূপ রায়

Date:

Share post:

তৃণমূলে (tmc) থাকার সময় লাগাতার হাওড়া জেলা সভাপতি অরূপ রায়ের (arup ray) বিরুদ্ধে তোপ দাগতেন রাজীব বন্দ্যোপাধ্যায় (rajib banerjee)। ভোটের মুখে দলকে বেইজ্জত করে তৃণমূলে সম্মান পাচ্ছেন না এই অজুহাতে বিজেপিতে (bjp) যোগ দেন। নির্বাচনে ডোমজুড় কেন্দ্রে ৪২ হাজার ভোটে হেরে ক্ষমতার বৃত্তে ঢোকার মরিয়া চেষ্টায় এখন তৃণমূলের মন রাখা কথা টুইট করে ফের পুরনো দলে ঢোকার তালে আছেন রাজীব। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর এই চরম দেউলিয়াপনা দেখে একদিকে যেমন সৌমিত্র খানের মত তাঁর বিজেপির সতীর্থরা তাঁকে কটাক্ষ করছেন, তেমনি প্রবল ক্ষুব্ধ হাওড়া জেলা তৃণমূল নেতৃত্ব। দলবদলু রাজীবকে তৃণমূলে ফেরানোর সিদ্ধান্ত দলনেত্রীর, মুখে একথা বললেও ‘বিশ্বাসঘাতক’ রাজীবকে যাতে দলে ফেরানো না হয় সেজন্য চাপ বাড়াচ্ছেন হাওড়ার সর্বস্তরের নেতা-কর্মী। রাজীবের বিরোধিতায় কার্যত এককাট্টা জেলা তৃণমূল।

হাওড়া জেলা তৃণমূলের অন্যতম নেতা তথা প্রবীণ মন্ত্রী অরূপ রায় মুখ খুলেছেন রাজীব ইস্যুতে। দলবদলু বিজেপি নেতার অস্বস্তি বাড়িয়ে অরূপ রায় বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ডোমজুড়ের সভায় এসে রাজীবের মুখোশ খুলে দিয়ে গিয়েছিলেন। তাই ৪০ হাজারের বেশি ভোটে হেরে গিয়েছে। ইতিমধ্যেই হাওড়ার তৃণমূল কর্মীরা মুখ খুলতে শুরু করেছেন রাজীবের বিরুদ্ধে। তারা কেউ চান না ভোটের মুখে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা কাউকে দলে ফেরানো হোক। তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগকে গুরুত্ব দেয়। কর্মীরা যা বলবে তাই হবে। বস্তুত হাওড়ার কোনও নেতাকর্মীই রাজীবের হয়ে কোথাও সওয়াল করেননি। বরং জেলা জুড়ে তৃণমূলের নেতা থেকে কর্মী সকলে এক বাক্যে দাবি তুলছেন, কোনও অবস্থাতেই যেন সুযোগসন্ধানী রাজীবকে দলে ফেরানো না হয়। সেই দাবি ফেলতেও পারছে না তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দলের নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতেও তার ইঙ্গিত মিলেছে। তিনি কার্যত নাম না করেই বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের দরজা আপাতত রাজীবের জন্য খুলছে না। তাঁকে বিজেপিতেই থাকতে হবে।

আরও পড়ুন:রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, মৃতের সংখ্যা ১০০র নীচে

Advt

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...