ব্রেকফাস্ট স্পোর্টস

১) ‘কোয়েসের পাপ বহন করছি’, ট্রান্সফার ব‍্যান প্রসঙ্গে এমনটাই বললেন লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার।

২) ২০২১-২২ মরশুম থেকে আইএসএলে প্রতিটি দলের প্রথম একাদশে ভারতীয় খেলোয়াড়দের সংখ‍্যা বাড়াল এফএসডিএল। ছয় ফুটবলারের জায়গায় এবার থেকে প্রথম একাদশে থাকবে সাত ফুটবলার।

৩) আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য অন-ফিল্ড আম্পায়ারদের নাম ঘোষণা করল আইসিসি। মাঠের গুরুদায়িত্ব সামলাবেন রিচার্ড ইলিংওয়ার্থ ও মাইকেল গফ ।

৪) বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের পর ২০ দিনের ছুটি পেতে চলেছে ভারতীয় দল। এমনটাই জানালেন বিসিসিআইয়ের এক কর্তা।

৫) সুশীল কুমার এর বিরুদ্ধে সাক্ষীদাতাদের সুরক্ষা ব‍্যবস্থার আবেদন করল দিল্লি পুলিশের অপরাধদমন শাখা। দিল্লি পুলিশের দাবি, সুশীল এবং তাঁর সহযোগীরা সাক্ষীদের ভয়ের কারণ হয়ে উঠতে পারেন।

আরও পড়ুন:‘কোয়েসের পাপ বহন করছি’, ট্রান্সফার ব‍্যান প্রসঙ্গে বললেন লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার

Advt

Previous articleরাজ্যে করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, মৃতের সংখ্যা ১০০র নীচে
Next articleহাওড়ার সব তৃণমূল কর্মীই রাজীবের বিপক্ষে, জানালেন অরূপ রায়