নারদ-কাণ্ডে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে নতুন মামলা, আজ শুনানির সম্ভাবনা

নারদ-কাণ্ডে গত ১৭ মে CBI চার হেভিওয়েট নেতাকে গ্রেফতার করার পর নিজাম প্যালেসের সামনে মানুষের জমায়েত সরাতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনে নতুন মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে৷ এই মামলায় একাধিক প্রশ্ন তুলে সেদিন নিজাম প্যালেসের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সাসপেন্ড এবং বিভাগীয় তদন্ত শুরুর দাবি জানিয়েছেন মামলাকারী।

উত্তর কলকাতার বাসিন্দা জনৈক শরদ কুমার সিং। একইসঙ্গে রাজ্যের বাইরের কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে কলকাতা পুলিশের নিষ্ক্রিয়তার তদন্তের দাবিও করা হয়েছে৷ এতদিন পর এই অভিযোগ তোলার ফলে নারদ- মামলা আরও জটিলতর হতে পারে বলে আইনি মহলের আশঙ্কা৷

মামলার হলফনামায় বলা হয়েছে, গত ১৭ মে CBI চার নেতাকে গ্রেফতার করার পর বেলা ১০টার থেকে নিজাম প্যালেসে CBI অফিস চত্বরের সামনের পরিস্থিতি বদলাতে থাকে। ভিড় করেন হাজার হাজার মানুষ। নেতাদের সমর্থনে জনতার প্রতিবাদ শুরু হয়। নিজামের গেটের বাইরে বিক্ষোভ, বিশৃঙ্খলা হয়। অথচ তখন রাজ্য সরকারের নির্দেশে রাজ্যজুড়ে বিপর্যয় মোকাবিলা আইন মেনে কড়া বিধিনিষেধ লাগু ছিল। কোভিড রুখতে রাজ্য জুড়ে ভিড় নিয়ন্ত্রণের উল্টো ছবি সেদিন নিজামে দেখা যায়৷ অথচ পুলিশ সেই ভিড় বা জমায়েত সরাতে উৎসাহ দেখায়নি৷ জমায়েতকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেয়নি৷ এমনই বেশ কিছু প্রশ্ন তোলা হয়েছে৷মামলাকারী বলেছেন, রাজ্যে জারি থাকা ‘কার্যত’ লকডাউনে বিধিভঙ্গকারীদের আটক করা হচ্ছে৷ অথচ সেদিন নিজামে তা করা হয়নি৷
হাজার মানুষের বিক্ষোভ নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা সেদিন নীরব দর্শক ছিলেন৷ ঘটনার ৩ দিন পরে মাত্র ৪জন আটক করা হয়েছিলো৷ আজ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে৷

আরও পড়ুন:আজ মোদি-শুভেন্দু কথা, দিল্লি গেলেন তিন সাংসদ

Advt