Tuesday, August 26, 2025

দিলীপকে জানিয়ে লাভ হয়নি, একদিনে ৩ হাজার বিজেপি নেতা-কর্মীর তৃণমূলে যোগদান

Date:

Share post:

ভোটের ফলাফলের একমাসের মধ্যেই বিজেপিতে (BJP) বড়সড় ভাঙন। এবার কেতুগ্রামে বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC( একাধিক নেতা-কর্মী। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) কাছে তাঁদের অসহায় অবস্থা, সমস্যা, অভাব, অভিযোগ জানিয়েও লাভ হয়নি, বরং ভাগ্যে জুটেছে তিরস্কার। তাই গেরুয়া শিবিরের মণ্ডল সভাপতি-সহ প্রায় ৩ হাজার নেতা ও কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

কেতুগ্রামের (Ketugram) কান্দরা স্টেশন রোডের শাসক দলের দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের (TMC MLA) বিধায়ক শেখ শাহানওয়াজ (Sk Shanwaj) তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। কেতুগ্রাম ১ নম্বর ব্লকের জ্ঞানদাস কান্দরা অঞ্চলের মণ্ডল সম্পাদক পিন্টু দাস, বিজেপি আইটি সেলের নেতা বীর প্রধান-সহ বেশ কয়েকজন বুথ সভাপতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।

দলছুট বিজেপি নেতাদের বক্তব্য, “নির্বাচনে বিপর্যয়ের পর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও কাটোয়া জেলা সভাপতিকে স্থানীয় কর্মীদের অসহায় অবস্থার কথা আমরা জানিয়ে ছিলাম। দলের কোনও নেতা বুথস্তরের কর্মীদের খোঁজ নেয়নি। ফোন পর্যন্ত ধরেননি।” আইটি সেলের বীর প্রধান জানান, “সবকিছু শুনে দিলীপ ঘোষ আমাদের আমাদের দল ছেড়ে অন্য দলে যোগ দিতে বলেন। আমাদের দুর্দিনে কেউ পাশে নেই। সেজন্য দল ছেড়ে দিলাম।

তৃণমূল কংগ্রেসের কেতুগ্রামের বিধায়ক শেখ শাহানওয়াজ বলেন, “ওরা বিজেপি করতো। তবে সকলেই ভালো ছেলে। আমাদের সঙ্গে আসতে চেয়েছে, তাই দলে স্বাগত জানিয়েছি। আগামীতে আরও অনেক বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগ দেন।

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...