করোনায় মারা গেলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক শেখর বাঙ্গেরা

করোনায়( Corona)আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক এবং গোলরক্ষক শেখর বাঙ্গেরা(Shekhar Bangera)। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। ম্যাঙ্গালোরের উদিপিতে একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে বুধবার সব লড়াই শেষ করে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন শেখর বাঙ্গেরা। রেখে গেলেন তাঁর স্ত্রী এবং দুই মেয়েকে। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। স্থানীয় কর্নাটক স্পোর্টিং ক্লাবের এক বিবৃতি থেকে শেখর বাঙ্গেরার মৃত্যুর খবর জানা গিয়েছে।

জাতীয় দলে গোলরক্ষক হিসেবে অসাধারণ পারফরম্যান্স ছিল শেখর বাঙ্গেরার। একটা সময়ে জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। তাঁর দুই হাত বরাবরই ভরসা জুগিয়েছে ভারতীয় দলকে।জাতীয় দলে খেলার পাশাপাশি মহারাষ্ট্রের হয়ে সন্তোষ ট্রফিতেও খেলেছেন তিনি।  ফুটবল জীবন শুরু করেছিলেন নিউ ইন্ডিয়া অ্যাসিয়োরেন্স ক্লাবের হয়ে। পরে পারফরম্যান্স দেখে শেখর বাঙ্গেরাকে সই করায় সেই সময়কার মুম্বইয়ের জনপ্রিয় ক্লাব বম্বে ওর্কে মিলস। অবসরের পর ফুটবল অ্যাকাডেমীর সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত ছিলেন শেখর বাঙ্গেরা।

আরও পড়ুন:কোপা আমেরিকার জন‍্য ঘোষণা করা হল আর্জেন্তিনা দল