Sunday, January 11, 2026

জিতিনের পর বেসুরো সচিন , কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে রফা -বৈঠক আজই

Date:

Share post:

জিতিন প্রসাদের ( jitin Prasad) বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর পরই সচিন পাইলট (Sachin pilot) ইস্যু ফের মাথাচাড়া দিল। রাজধানীর রাজনীতিতে সচিনের বিজেপিতে যোগদান শুধু সময়ের অপেক্ষা, এই গুঞ্জন ছড়ালেও সচিন পাইলট যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছেন। তবে তার কয়েক ঘণ্টা পরেই শুক্রবার রাতেই তিনি সটান হাজির হয়ে গেলেন দিল্লিতে । শনিবার বিকেলের দিকে সম্ভবত কংগ্রেসের শীর্ষ নেতৃত্বর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সচিন পাইলট। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী (Sonia Gandhi , Rahul Gandhi and Priyanka Gandhi) ছাড়াও বৈঠকে উপস্থিত থাকতে পারেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীও। কারণ গতবার তিনিই সচিনকে দলত্যাগ করা থেকে বিরত করেছিলেন।

 

কংগ্রেস সূত্রের খবর, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলটের বিবাদ দীর্ঘদিনের। এই বিবাদের জেরে গতবছরই দল ছাড়ার হুমকি দিয়েছিলেন সচিন। সে সময়ে কংগ্রেসের শীর্ষনেতৃত্ব নানা প্রতিশ্রুতি দিয়ে সচিনকে আটকে রেখেছিলেন। বলা হয়েছিল, এক বছরের মধ্যেই দাবি পূরণ করা হবে। কিন্তু সচিন পক্ষের দাবি বছর পার হতে চললেও সেই দাবি দাওয়া নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। সুতরাং এদিনের বৈঠকে যে সচিন পাইলটের পুষে রাখা ক্ষোভ প্রশমনে চেষ্টা করা হবে তা নিয়ে কোনও দ্বিমত নেই।

 

কংগ্রেসের অন্দরের খবর, রাজস্থানের মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়েই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে দিল্লি এসেছেন তিনি। সচিনের দাবি ছিল মন্ত্রিসভায় ৯টি শূন্য পদের মধ্যে ৭টিকেই তাঁর ঘনিষ্ঠ বিধায়কদের দেওয়া হোক। এ দিকে, মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই দাবি মানতে নারাজ। সুতরাং সচিনের দাবি কতটা পূরণ করা সম্ভব, তা নিয়ে যথেষ্ট সন্দিহান কংগ্রেস নেতৃত্ব। তাই এই রফা বৈঠকে শেষ পর্যন্ত কী সমাধানসূত্র মেলেনি সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...