TMC সাধারণ সম্পাদক Kunal Ghosh এর বাড়িতে BJP নেতা Rajib Banerjee. শনিবার বিকেলে।

প্রায় দেড় ঘন্টা বৈঠক শেষে দুজনেই বলেছেন: এটা সৌজন্যের বৈঠক। রাজীব কাছাকাছি এসেছিলেন অসুস্থ এক আত্মীয়কে দেখতে। কুণালের বাড়ি তিনি অতীতে আগেও এসেছেন। কুণালকে ফোন করে জানতে চান বাড়িতে আছেন কিনা। কুণাল বাড়িতেই ছিলেন। রাজীব যান। চা সহযোগে গল্প হয়। ব্যক্তিগত সৌজন্য। রাজনীতি বা দলে ফেরা নিয়ে কোনো কথা হয়নি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজীব বলেন,” এদিন তৃণমূলে ফেরা নিয়ে কোনো কথা হয়নি। তবে বিজেপি যেভাবে চক্রান্ত করছে, 356এর চেষ্টা করছে, সিএএ দিয়ে ধর্মীয় বিভাজন করছে, ব্যক্তিকুৎসার রাজনীতি করছে তাতে একমত নই।”

কুণাল বলেন,” হাওড়া ও ডোমজুড়ের তৃণমূল নেতা কর্মীদের বলব কোনো জল্পনা করে কষ্ট পাবেন না। অনেকে চলে যাওয়ার পরেও যেভাবে আপনারা লড়াই করে জয় এনেছেন, তাতে আপনাদের আবেগ আঘাত পাবে এমন কোনো কাজ দল করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন।”

সৌজন্যবৈঠক ঘিরে জল্পনা চলছে। তবে এর বেশি একটি কথাও দুজনের কেউ বলেননি।
আরও পড়ুন- অধীর-আব্বাসে “না”, ফ্রন্টে “হ্যাঁ”! ফরওয়ার্ড ব্লক গর্জায়, বর্ষায় না
