Sunday, January 11, 2026

সংঘাত নয়, পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় ভারত, রাষ্ট্রসঙ্ঘে বার্তা নয়াদিল্লির

Date:

Share post:

পাকিস্তানের(Pakistan) সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা কাটিয়ে বন্ধুত্বের বার্তা দিল ভারত। সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের(United nation) মঞ্চে নয়াদিল্লি তরফে জানানো হয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে একটি ‘স্বাভাবিক সম্পর্ক’ চায় ভারত(India)। যদিও ভারতের তরফে এটাও জানানো হয়েছে শান্তি আলোচনার জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করার দায়িত্ব পাকিস্তানের।

শুক্রবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় নিরাপত্তা পরিষদের বার্ষিক রিপোর্ট নিয়ে আলোচনা চলাকালীন পাকিস্তান ইস্যুতে ভারত জানায়, ভারত চায় পাকিস্তানের সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক স্থাপন করতে। কিন্তু সেই স্বাভাবিক সম্পর্ক স্থাপনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার দায়িত্ব পাকিস্তানের। স্পষ্ট জানিয়ে দেওয়া হয় দুই দেশের মধ্যে যে সকল সমস্যা রয়েছে তা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তবে এই মঞ্চে ফের একবার পাকিস্তানের তরফে তুলে ধরা হয় কাশ্মীর প্রসঙ্গ। ভারত স্পষ্টভাবে জানিয়ে দেয় কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। এখানে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

আরও পড়ুন:বিশ্বে অস্ত্র বিক্রির দৌড়ে চিনকে পিছনে ফেলতে চলেছে ভারত

রাষ্ট্রসঙ্ঘে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত আর মধুসূদন বলেন, ‘মিথ্যে নাটক করে আন্তর্জাতিক মঞ্চে এর মান ক্ষুন্ন করেছে পাকিস্তান। এতে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিদের চোখে ধুলো দেওয়া যাবে না। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের সংসদ যা সিদ্ধান্ত নিয়েছে তা দেশের আভ্যন্তরীণ বিষয়। ভারত চায় পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক তৈরি করতে কিন্তু তার জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করতে হবে ইসলামাবাদকেই।’

spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...