Sunday, November 9, 2025

মধ্যযুগীয় বর্বরতা! কুমারগ্রামে মহিলাকে নগ্ন করে মারধর, ভাইরাল ভিডিও

Date:

Share post:

এ যেন মধ্যযুগীয় বর্বরতা! মহিলাকে নগ্ন করে মারধর এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল আলিপুরদুয়ারের পশ্চিম চেংমারীতে ৷ এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ মহিলাকে উদ্ধার করেছে কামাক্ষাগুড়ি ফাঁড়ির পুলিশ ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই মহিলাকে বিচারের নামে নগ্ন করে মারধর করেছে এলাকারই কয়েকজন ৷ তিন দিন নিখোঁজ থাকার পর সোমবার তাঁকে উদ্ধার করেছে কামাক্ষাগুড়ি ফাঁড়ির পুলিশ ৷ অভিযোগ, বাড়ি থেকে তাঁকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয় ৷ তারপর ওই মহিলাকে নগ্ন করে তাঁর ভিডিও তোলা হয় ৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই ঘটনার তদন্তে নামে পুলিশ ৷ তিন জন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই মহিলা । এমনকি, সেই সম্পর্কের জেরে ওই মহিলা তাঁর স্বামীকে ছেড়ে মাস ছয়েক আগে বাড়ি থেকে বেরিয়ে যান ৷ কিন্তু, মহিলার প্রেমিক তাঁকে ছেড়ে চলে যায় ৷ অসহায় স্ত্রীকে গত বৃহস্পতিবার বাড়ি ফিরিয়ে আনেন ওই ব্যক্তি ৷ কিন্তু, স্থানীয় কয়েকজন বিষয়টি মেনে নেয়নি ৷

অভিযোগ, পুলিশের দ্বারস্থ না হয়ে
ওই মহিলাকে শাস্তি দেওয়ার দায়িত্ব নিজেদের হেফাজতে নেয় তারা ৷ ওইদিন রাতেই ওই মহিলাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে আনে অভিযুক্তরা ৷ তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ অসহায় ওই মহিলা নিজের সম্মান বাঁচাতে  দৌড়ে পালিয়ে যান ৷

চাপের মুখে স্থানীয় পঞ্চায়েতের তরফে ওই মহিলার খোঁজ শুরু হয় ৷ কিন্তু, সেই সময় তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ এর পর পুলিশ ঘটনার তদন্তে নেমে মহিলাকে উদ্ধার করে ৷ তাঁর বয়ান রেকর্ড করা হয় ৷ সেই বয়ানের ভিত্তিতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনায় আরও কয়েকজনের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা ৷

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...