Friday, January 2, 2026

সপ্তাহের শুরুতেই আদানিদের শেয়ারের ধস, জল্পনা অন্তর্ঘাতের

Date:

Share post:

সপ্তাহের শুরুতেই বিপাকে মোদি ঘনিষ্ঠ বলে অভিযোগ আদানি গোষ্ঠী। সূত্রের খবর, আদানিরা যে তিনটি বিদেশি লগ্নির সংস্থার বিনিয়োগ করেছিল, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই আদানি গোষ্ঠীর আধ ডজন শেয়ার করে ধস নামে। সপ্তাহের শুরুতেই বাজার থেকে মুছে যায় গোষ্ঠীর 55 হাজার কোটি টাকার সম্পদ। যদিও এই খবর ভুয়ো বলে দাবি করে আদানিরা জানায়, তাদের বিনিয়োগ করা তিনটে সংস্থার অ্যাকাউন্ট চালু আছে। অথচ এনএসডিএল-এর তথ্য অনুযায়ী, 1 মে সেগুলি ফ্রিজ করা হয়েছে।

আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি (Goutam Adani) সঙ্গে নরেন্দ্র মোদির (Narendra Modi) ঘনিষ্ঠতার অভিযোগ তুলে আক্রমণ করে বিরোধীরা। মোদি জমানায় তাঁর সম্পদ বহুগুণ ফুলেফেঁপে উঠেছে। এমনকী এখন দেশের মধ্যে সবচেয়ে ধনী মুকেশ আম্বানির (Mukesh Ambani) ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন গৌতম আদানি। আর তাঁর কোম্পানিতেই হঠাৎ ধস নামায় মুখ খুলেছেন রাজ্যসভার বিজেপি সাংসদ সুব্রামানিয়াম স্বামী। তিনি এ বিষয়ে তদন্তের দাবি করেন। অর্থাৎ পিছন থেকে কেউ ছুরি মেরেছে বলে পরোক্ষে অভিযোগ। তাঁর আর এই মন্তব্য থেকেই অন্তর্ঘাতের সম্ভাবনা জোরালো হচ্ছে। যদিও আদানি গোষ্ঠীর বক্তব্য, ভুয়ো খবরের জেরেই লগ্নিকারীদের অর্থ ও সংস্থার সুনামের বিপুল ক্ষতি হয়েছে। তবে এ বিষয়ে যদি আদানি গোষ্ঠীর অনিয়মের প্রমাণ মেলে তাহলে তার প্রভাব কেন্দ্রীয় মন্ত্রিসভায় পড়বে না তো? এখন এই আশঙ্কার মেঘ হয়ে দেখা দিয়েছে।

 

spot_img

Related articles

ভর সন্ধ্যেয় দিল্লিতে চলল গুলি: পলাতক তিন অভিযুক্ত, জড়ালো গ্যাংস্টারের নাম!

সুশাসনের দাবি জানানো বিজেপি আদতে যে কতটা দুষ্কৃতীদের আশ্রয়স্থল তা আরও একবার প্রমাণ করল রাজধানী দিল্লি (Delhi)। শীতের...

অভিষেকের ব়্যাম্পে ‘ভূত’: এরকম বহু অভিযোগ, রিপোর্ট তলবে মেনে নিল কমিশন

অল্প সময়ের মধ্যে ভোটার তালিকা তৈরির যে পদক্ষেপ নির্বাচন কমিশন নিয়েছে তার ভুল প্রতি পদক্ষেপে চোখে আঙুল দিয়ে...

আবার ক্রাউড ফান্ডিংয়ের গল্প! অনিকেতের সাফাইতে ধুইয়ে দিল তৃণমূল

জুনিয়র চিকিৎসকদের বাম-অতিবামপন্থী সংগঠন ছেড়ে বাংলার শাসকদল তৃণমূলের তোলা অভিযোগ প্রমাণ করেছিলেন অনিকেত মাহাত। তবে এবার এককভাবে ক্রাউড...

শিক্ষক নিয়োগ মামলা: প্রায় সাড়ে তিন কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও তাঁর পরিবারের নামে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বাজেয়াপ্ত (seize)...