Saturday, November 29, 2025

এবার সভাপতির পদ থেকেও অপসারিত চিরাগ, এলজেপির রাশ কাকা পশুপতির হাতে

Date:

Share post:

রাজনীতির ভুল দানে নিজের দল থেকেই কার্যত ‘বিতাড়িত’ চিরাগ পাসোয়ান (chirag paswan)। বাবা রামবিলাস পাসোয়ানের তৈরি লোক জনশক্তি পার্টি (LJP) থেকে পুত্র চিরাগকে রাজনৈতিক গলাধাক্কা দিয়েছেন কাকা পশুপতিকুমার পারস( pashupati kumar paras)। লোকসভায় দলনেতার পদ থেকে সরানোর পর এবার চিরাগকে দলের সভাপতি পদ থেকেও অপসারণ করেছেন পশুপতি। দুঃসময়ে দলের শীর্ষ নেতারা প্রায় কেউই নেই চিরাগের পাশে। আর চিরাগের এহেন দুর্দশা দেখে উল্লসিত নীতীশের জেডিইউ। যে নীতীশকে মুখ্যমন্ত্রী মানবেন না পণ করে বিহার বিধানসভা নির্বাচনে জেডিইউয়ের বিরুদ্ধে প্রচার চালিয়েছিলেন চিরাগ, সেই নীতীশের সঙ্গেই জোট করার কথা ঘোষণা করেছেন এলজেপির বর্তমান নেতৃত্ব। সব মিলিয়ে, বিহার তথা দিল্লির রাজনীতিতে চূড়ান্ত কোণঠাসা রামবিলাস-পুত্র। একসময় নীতীশের বিরোধিতায় তলে তলে চিরাগকে ইন্ধন দিলেও বর্তমান পরিস্থিতিতে তাঁর পাশে নেই বিজেপি নেতারাও। কারণ গোটা এলজেপির রাশ চলে গিয়েছে পশুপতির হাতে।

প্রসঙ্গত, চিরাগ পাসোয়ানকে সংসদীয় দলের নেতার পদ থেকে সরানো হয়েছিল সোমবারই। আর এবার তাঁকে লোক জনশক্তি পার্টির সর্বভারতীয় সভাপতির পদ থেকেই সরিয়ে দিলেন কাকা পশুপতিকুমার পারস। এলজেপির নয়া সংসদীয় দলের নেতা পশুপতির নেতৃত্বে মঙ্গলবার দিল্লিতে দলের ওয়ার্কিং কমিটির সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। যদিও চিরাগ শিবিরের তরফে ওই বৈঠককে ‘অবৈধ’ দাবি করে বলা হয়েছে, দলের গঠনতন্ত্র অনুযায়ী একমাত্র সর্বভারতীয় সভাপতিই ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকার অধিকারী।
পশুপতি শিবিরের তরফে আরও ঘোষণা করা হয়, সুরজ ভান দলের কার্যকরী সভাপতি মনোনীত হয়েছেন। তিনি এরপর এলজেপির জাতীয় পরিষদের বৈঠক ডাকবেন। ওই বৈঠকে পরবর্তী স্থায়ী সভাপতি নির্বাচিত করা হবে। সংখ্যার জোর না থাকায় চিরাগ সরাসরি কাকার শিবিরের সিদ্ধান্ত সম্পর্কে কিছু বলেননি। শুধু প্রয়াত পিতা রামবিলাস পাসোয়ানের কথা উল্লেখ করে টুইটারে লিখেছেন, আমি চেষ্টা করেছিলাম বাবা এবং পরিবারের তৈরি দলকে ধরে রাখতে। কিন্তু ব্যর্থ হয়েছি। পার্টি আমার মা। এবং মায়ের সঙ্গে প্রতারণা করা উচিত নয়। গণতন্ত্রে জনতাই শেষ কথা বলে।

আরও পড়ুন- ফের ঝটকার মুখে ‘আদি’ বিজেপি, উপ- বিরোধীনেতা দলত্যাগী মিহির, জল্পনা তুঙ্গে

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...