ফের ঝটকার মুখে ‘আদি’ বিজেপি, উপ- বিরোধীনেতা দলত্যাগী মিহির, জল্পনা তুঙ্গে

বঙ্গ-বিজেপি’র ‘আদি’ লবি আরও একটা ঝটকার মুখে৷ দলের অন্দরে যত বিতর্কই মাথাচাড়া দিক, দিল্লি বিজেপি সম্ভবত বাজে কাগজের ঝুড়িতেই ফেলতে চলেছে বিজেপির ‘আদি’ গোষ্ঠীকে৷

সব কিছু ঠিকঠাক থাকলে বিধানসভার উপ-বিরোধী দলনেতা হতে চলেছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মিহির গোস্বামী ৷ দলের হাই- কম্যাণ্ড একের পর এক গুরুত্ব বাড়াচ্ছে তৃণমূল ত্যাগীদেরই। বিধানসভার ভিতরে অথবা বাইরে ধীরে ধীরে ‘ব্যাক-বেঞ্চার’ হতে চলেছেন আদি বিজেপি নেতা-বিধায়করা।

তৃণমূল থেকে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারীকে কিছুদিন আগে বিধানসভার বিরোধী দলনেতা করেছে দলের শীর্ষমহল৷ এই নাম নিয়ে আপত্তি জানিয়েছে দলের জনা তিরিশেক বিধায়ক৷ মূলত এরাই সোমবারের রাজভবন অভিযানে সামিল হননি৷ এ সব জেনেও পুরনো নেতাদের পিছনে পাঠিয়ে চলেছে দিল্লি৷

গেরুয়া শিবির সূত্রের সাম্প্রতিক খবর, বিধানসভায় এবার শুভেন্দুর ডেপুটি হতে চলেছেন নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী৷ মিহিরও তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন৷ এই সিদ্ধান্তে দিল্লির সিলমোহর লাগলে বিজেপি’র পরিষদীয় দায়িত্বেও তৃণমূলত্যাগী বিধায়কদের গুরুত্বই বাড়ছে৷

তবে মিহির গোস্বামীর নাম এখনও চূড়ান্ত হয়নি। এই পদে জোরালো দাবিদার দীর্ঘদিনের আরএসএস নেতা তথা ২০১৬ থেকে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা৷ কিন্তু শুভেন্দুর ইচ্ছাতে মিহির গোস্বামীর দিকেই পাল্লা ঝুঁকে রয়েছে৷ মিহির দীর্ঘদিনের বিধায়ক৷ তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে বিজেপি। এখন দেখার পরের পর নব্য-বিজেপির ‘দাপট’ কতখানি সহ্য করেন বঙ্গ-বিজেপির আদি-লবি৷

আরও পড়ুন- সুখবর! জামাইষষ্ঠীর আগে রাজ্যে এল মায়ানমারের ইলিশ

 

Previous articleঐশী ঘোষকে শোকজ JNU-র
Next articleনারীর ক্ষমতায়ন মানে কি? নুসরতের ইনস্টা পোস্ট ঘিরে বিতর্কের ঝড় সোশ্যাল মিডিয়ায়