Tuesday, August 26, 2025

SAIL-এর সদর দফতর কলকাতা থেকে সরানোর চক্রান্ত, প্রতিবাদে কেন্দ্রকে চিঠি অমিত মিত্রর

Date:

Share post:

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের(SAIL) মেটেরিয়াল ডিভিশন’কে কলকাতা থেকে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার(central government)। বিষয়টি প্রকাশ্যে আসার পর সম্প্রতি কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে উঠেছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার কেন্দ্র যাতে এই ধরনের পদক্ষেপ না করে তার জন্য কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে(Dharmendra Pradhan) চিঠি লিখলেন অর্থমন্ত্রী অমিত মিত্র(Amit Mitra)।

বুধবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে লেখা এক চিঠিতে অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, ‘সংবাদমাধ্যম থেকে আমি জেনেছি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের মেটেরিয়াল ডিভিশন’কে কলকাতা থেকে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এই ধরনের সিদ্ধান্ত সেখানে কর্মরত কর্মীদের জন্য অত্যন্ত বিপদজনক। শতাধিক থাই কর্মীর পাশাপাশি বহু শ্রমিক ও অস্থায়ী কর্মী ওই সংস্থায় কর্মরত। করোনা পরিস্থিতির মাঝে তারা চরম বিপদের মুখে পড়বেন।’ এর পাশাপাশি বাংলার অর্থনীতি কেউ এই সিদ্ধান্ত যে বড়োসড়ো প্রভাব ফেলবে সে কথা উল্লেখ করে অমিত মিত্র লেখেন, ‘রাজ্যে দুর্গাপুর, আসানসোল, বার্নপুরে যেসব কারখানা রয়েছে সেখানে কাঁচামালের যোগান দিত আরএমডি। তা যদি ভিন রাজ্যে সরে যায় তবে এই সমস্ত কারখানাগুলোতে কাঁচামালের সংকট চরম আকার নেবে। বাজার থেকে বেশী দামে যদি কাঁচামাল কিনতে হয় তাহলে কারখানাগুলি মুখ থুবড়ে পড়বে। যার জেরে অনিশ্চয়তার মধ্যে পড়বেন সেখানে কর্মরত শ্রমিকরাও। কেন্দ্রকে লেখা চিঠিতে অমিত মিত্র অনুরোধ করেছেন এই ধরনের পদক্ষেপ না নেওয়ার জন্য।

আরও পড়ুন:কেন্দ্রের তরফে বিনামূল্যে ভ্যাকসিন: বরাত বাতিল করল রাজ্য

উল্লেখ্য, গত সোমবার এ বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যে ইস্পাত শিল্পে কাঁচামালের প্রয়োজনের জন্যেই এই আরএমডি (Rmd) স্থাপন করা হয়েছিল। এই ইউনিট থেকে কোটি কোটি টাকা মুনাফা করেছে সেইল। কিন্তু এখন কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে এই ইউনিটঠিকে কলকাতা থেকে বোকারো বা রাউরকেল্লা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন শুরু করেছে আইএনটিটিইউসি (Inttuc) সদস্যরা।

spot_img

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...