মুকুলের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়ে এবার অধ্যক্ষকে চিঠি শুভেন্দুর

বিজেপি(BJP) ছেড়ে তৃণমূলে(TMC) যোগ দেওয়ার পর মুকুল রায়ের(Mukul Roy) বিধায়ক পদ খারিজের দাবিতে সরব হয়ে উঠেছে গেরুয়া শিবির। একাধিকবার সংবাদ মাধ্যমের সামনে এ বিষয়ে সরব হওয়ার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(suvendu Adhikari)। নন্দীগ্রামের বিধায়কের এই চিঠি ইতিমধ্যেই জমা পড়েছে বিধানসভার সচিবালয়ে। যদিও সেই চিঠি এখনো হাতে পাননি বলে জানিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ।

একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর থেকে জয়ী হয়েছিলেন মুকুল রায়। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার এক মাসের মধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। মুকুলের তৃণমূল যোগে শুভেন্দু রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন, কীভাবে দলত্যাগ বিরোধী আইন রূপায়ন করতে হয়, তা তাঁর জানা আছে। মুকুল রায় নিজে থেকে পদত্যাগ না করলে তিনি আইনের পথে হাঁটবেন। অবশেষে আনুষ্ঠানিকভাবে সেই পথে হাঁটলেন শুভেন্দু। অবশ্য সংবাদমাধ্যমের সামনে গতকালই শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন, ‘মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে সব প্রক্রিয়া শেষ। আজ বিধানসভার রিসিভ সেকশন বন্ধ ছিল। কাল সকাল এগারোটায় ফের বিধানসভায় যাওয়া হবে। কালও রিসিভ সেকশন বন্ধ থাকলে অধ্যক্ষকে ইমেল পাঠানো হবে।’ যদিও এদিন ইমেইলের কোনও প্রয়োজন পড়েনি। বিধানসভার রিসিভ সেকশন এই চিঠি জমা করা হয় বিজেপির তরফে।

আরও পড়ুন:রাস্তার উপরেই দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে আক্রান্ত যুবক, তদন্তে পুলিশ

এদিকে দলত্যাগ আইন ইস্যুতে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে। মুকুলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুভেন্দুকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের তরফে জানানো হয়েছে, শুভেন্দুর উচিত সবার আগে বাবা শিশির অধিকারীকে দলত্যাগ বিরোধী আইনের পাঠ দেওয়া। কারণ তৃণমূলের টিকিটে সাংসদ হওয়ার শিশির অধিকারী বিজেপিতে যোগ দিলেও এখনো সাংসদ পদ থেকে ইস্তফা দেননি। তবে বাবার বিষয়ে শুভেন্দু মুখে কুলুপ আঁটলেও মুকুলের বিরুদ্ধে কোমর বেঁধে ময়দানে নামলেন তিনি।