Saturday, August 23, 2025

DA-র পর, এবার TA নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের(Central Government employee) স্বার্থের কথা মাথায় রেখেই এবার কর্মীদের Travel Allowance নিয়ে বড় সিদ্ধান্ত নিল মোদি সরকার। সম্প্রতি কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে Travel Allowance ক্লেম করার সময়সীমা ৬০ দিন থেকে বাড়িয়ে ১৮০ দিন করা হয়েছে। চলতি বছরের ১৫ জুন থেকে তা কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

প্রসঙ্গত, ২০১৮ সালে মোদি সরকারের তরফে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অবসর নেওয়ার পর টিএ দাবির সময়সীমা এক বছর থেকে কমিয়ে ৬০দিন করা হয়‌। কেন্দ্রের এমন সিদ্ধান্ত পরিবর্তন ও সময়সীমা বাড়ানোর জন্য একাধিক দপ্তর থেকে আবেদন জানানো হয়। যুক্তি হিসেবে জানানো হয়, একজন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মচারীর জন্য অবসর গ্রহণের পরে পরিবারের সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে পুনরায় বসতি স্থাপন করা খুব জটিল, যার জন্য ক্লেম জমা দেওয়ার সময়টি খুব কম ছিল। অবশেষে সেই দাবি মেনে টিএ ক্লেমের সময়সীমা ৬০ দিন থেকে বাড়িয়ে ১৮০ দিন করা হল।

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেছে ভারত সরকার। ২৬ জুন হতে চলেছে মহার্ঘ্য ভাতা নিয়ে ন্যাশনাল কাউন্সিল অফ জেসিএম এবং ফাইন্যান্স মন্ত্রক ও পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্টের আধিকারিকদের মধ্যে আলোচনা। জানা গিয়েছে, বৈঠকে মূলত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও কেন্দ্রীয় সরকারের পেনশনারদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডিএ এবং ডিআর নিয়ে আলোচনা করা হবে। যদি অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে আগামী ১ জুলাই থেকে বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ।

spot_img

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...