Thursday, August 21, 2025

বিধানসভার PAC-র চেয়ারম্যান পদে আজই মনোনয়ন জমা দিতে পারেন মুকুল রায়

Date:

Share post:

রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান পদের জন্য সম্ভবত আজ বুধবার মনোনয়ন পত্র জমা দিতে পারেন মুকুল রায় (Mukul Roy)৷ বিধানসভা সূত্রে এমনই জানা গিয়েছে৷ এই পদে শাসক দল যে মুকুল রায়কেই বেছে নেবে, এমন জল্পনা আগেই ছিলো৷ আজ মনোনয়ন দাখিল করলে বিষয়টি আর জল্পনার স্তরে থাকবে না৷

সব কিছু ঠিক থাকলে আজ বেলা ৩টে নাগাদ মনোনয়ন পত্র জমা দেবেন মুকুল রায়৷ মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার দিন থেকেই এই পদে শাসক দলের পছন্দের তালিকায় তাঁর নামই রয়েছে৷ PAC-র চেয়ারম্যান পদটি সাধারণত বিরোধী দলকে দেওয়াই রীতি৷ তৃণমূলে (TMC) যোগদান করলেও বিধানসভার নথিতে মুকুল রায় এখনও বিজেপি বিধায়ক। সুতরাং, এবারও রীতি ভাঙ্গছে না৷ ২০১৬-র বিধানসভায় মানস ভুঁইয়া, শঙ্কর সিং-এর ক্ষেত্রেই এমনই হয়েছিল। দু-জনই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের পর PAC-র চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বিরোধী বিধায়ক হিসাবে। বিধানসভার নথিতে এই দু’জনই ছিলেন বিরোধী দল কংগ্রেসের বিধায়ক।

বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে ২ জুলাই। তার আগেই ২৮ জুন বিধানসভার ৪টি গুরুত্বপূর্ন কমিটি নির্বাচিত হবে। এই ৪ গুরুত্বপূর্ণ কমিটি হল পাবলিক আ্যাকাউন্টস কমিটি, কমিটি ফর পাবলিক আন্ডার টেকিং, এস্টিমেট কমিটি এবং কমিটি ফর লোকাল বডি ফান্ড। সবক’টি কমিটির জন্যই মনোনয়ন পত্র জমা পড়ার কথা আজই৷ গত শুক্রবার , বিধানসভার গুরুত্বপূর্ণ ৪ কমিটি সহ আরও ৬ কমিটির চেয়ারম্যানের নাম প্রস্তাব করেছে বিজেপি পরিষদীয় দল। ওইদিনই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথাও বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। PAC-র চেয়ারম্যান পদে বিজেপির তরফে এই পদে অশোক লাহিড়ীর নাম প্রস্তাব করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...