তালিকা নিয়ে অসন্তোষ, উচ্চপ্রাথমিকে নিয়োগ নিয়ে ফের মামলা

পুজোর আগে রাজ্যে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এবার সেই তালিকায় চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হলেন কয়েকজন চাকরিপ্রার্থী। উচ্চ প্রাথমিকে (Upper Primary) নিয়োগ তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে যোগ্যদের নাম নেই।

সোমবার, আপার প্রাইমারি নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পুজোর আগেই উচ্চ প্রাথমিক ও প্রাথমিক মিলে মোট সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য। পুজোর পরে আরও সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে প্রাথমিকে। ওইদিই প্রকাশিত হয় আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের ইন্টারভিউর (Interview) তালিকা। কর্মশিক্ষা ও শারীরশিক্ষা ছাড়া ২০১৬-র উচ্চ প্রাথমিকের শূন্যপদে ১৪ হাজার ৩৩৯ শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়েছে। সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, নিয়োগের ক্ষেত্রে মেধাই একমাত্র মানদণ্ড। কোনও লবি করার প্রয়োজন নেই। কিন্তু ঠিক তার ৩ দিনের মাথায় তালিকা নিয়ে অস্বচ্ছতার অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন চাকরিপ্রার্থীরা। আদালত কী রায় দেয় সেটাই দেখার।

আরও পড়ুন- ফের একশো দিনের কাজে বাংলার সাফল্য: কর্মদিবস বেড়েছে দশ গুণ