জয়নগরে হাজির বিরল প্রজাতির আমেরিকান কচ্ছপ

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে চাষের জমি থেকে উদ্ধার হলো বিরল প্রজাতির আমেরিকান কচ্ছপ। জয়নগর থানার চালতাবেড়িয়া এলাকার একটি ধান জমি থেকে এই কচ্ছপ উদ্ধার করে বন দফতরের কর্মীরা। যা দেখতে ভিড় জমে যায় গ্রামে।

কচ্ছপটির সুরক্ষার কথা ভেবে জয়নগর থানায় খবর দেন গ্রামবাসীরা। পুলিশ এসে ওই কচ্ছপটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর বারুইপুর বন দফতরে খবর দেওয়া হয়। বন দফতর টিম পাঠিয়ে জয়নগর থানা থেকে কচ্ছপটি নিয়ে যায়।

বনদপ্তরের কর্মী স্বপন ভাণ্ডারী জানান, এটি খুবই বিরল প্রজাতির কচ্ছপ। আমেরিকান রেড ইয়ার্ড ফ্লাইডার টরটয়েজ নামক বিশেষ প্রজাতির। বয়স আনুমানিক ৬ মাস। এই প্রজাতির কচ্ছপ যে পুকুর বা খাল বিলে থাকবে, সেখানে কোনও মাছ চিংড়ি অন্যান্য জলজ প্রাণীকে থাকতে দেয় না। আপাতত পর্যবেক্ষণে রেখে স্বাস্থ্য পরীক্ষা করে কচ্ছপটিকে আলিপুর চিড়িয়াখানায় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- বীরভূমে স্যানিটাইজ করে বিজেপি কর্মীদের দলে ফেরাল তৃণমূল